এক্সপ্লোর
Advertisement
শতাব্দী রায়ের ফ্যান ক্লাবের ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা, তৃণমূল বাংলার রাজনীতিকে দূষিত করে তুলেছে, কটাক্ষ বিজেপির
এবার বেসুরো তৃণমূল সাংসদ শতাব্দী রায়। তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের ফ্যান ক্লাবের ফেসবুক পোস্ট ঘিরে জোর জল্পনা। ‘যদি কোনও সিদ্ধান্ত নিই, ১৬ জানুয়ারি নেব। শনিবার দুপুর দুটোয় জানাব। অনেকে প্রশ্ন তুলছেন, আমাকে কর্মসূচিতে দেখা যাচ্ছে না কেন? কেউ কেউ চায় না আমি আপনাদের কাছে যাই। সাংসদ পরে, অভিনেত্রী হিসেবে আগে থেকেই মানুষের ভালবাসা।’ জনগণের উদ্দেশে ফেসবুক বার্তা শতাব্দী রায়ের। ফেসবুক পোস্টের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। এ বিষয়ে প্রতিক্রিয়া মেলেনি শতাব্দী রায়ের। এই পোস্টের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, ‘আমি এ ব্যাপারে কিছু জানি না। শতাব্দী খুব ভাল মেয়ে। ও সোজা কথা বলে। ওর অন্য কোনওরকম চিন্তা আছে বলে খবর পাইনি। ওকে নিশ্চয়ই কর্মসূচিতে ডাকা উচিত। ওকে কর্মসূচিতে দেখা যাচ্ছে না, এ কথা ঠিক না।’
বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেছেন, ‘তৃণমূল কংগ্রেসে যাঁদের একটু আত্মসম্মান আছে, তাঁদের পক্ষে এই দলে থাকা মুশকিল হয়ে উঠছে। তৃণমূল বাংলার রাজনীতিকে দূষিত করে তুলেছে।’
নিউ নর্মালে গঙ্গাসাগরে মকর সংক্রান্তির স্নানে আজ অন্যান্যবারের তুলনায় ভিড় অনেকটাই কম। ভিন রাজ্য থেকে যে পুর্ণার্থীরা প্রতিবছর আসেন, এবার তাঁরাও কম এসেছেন। ফলে গঙ্গাসাগর অনেকটাই ফাঁকা। নজরদারি চালাতে টহল দিচ্ছে উপকূলরক্ষী ও নিরাপত্তাবাহিনী।
মকর সংক্রান্তির স্নান সারলেন দিলীপ ঘোষ। কাশীপুরের সর্বমঙ্গলা ঘাটে গঙ্গাস্নান সারলেন বিজেপির রাজ্য সভাপতি।
এ প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, ‘আমি এ ব্যাপারে কিছু জানি না। শতাব্দী খুব ভাল মেয়ে। ও সোজা কথা বলে। ওর অন্য কোনওরকম চিন্তা আছে বলে খবর পাইনি। ওকে নিশ্চয়ই কর্মসূচিতে ডাকা উচিত। ওকে কর্মসূচিতে দেখা যাচ্ছে না, এ কথা ঠিক না।’
বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেছেন, ‘তৃণমূল কংগ্রেসে যাঁদের একটু আত্মসম্মান আছে, তাঁদের পক্ষে এই দলে থাকা মুশকিল হয়ে উঠছে। তৃণমূল বাংলার রাজনীতিকে দূষিত করে তুলেছে।’
নিউ নর্মালে গঙ্গাসাগরে মকর সংক্রান্তির স্নানে আজ অন্যান্যবারের তুলনায় ভিড় অনেকটাই কম। ভিন রাজ্য থেকে যে পুর্ণার্থীরা প্রতিবছর আসেন, এবার তাঁরাও কম এসেছেন। ফলে গঙ্গাসাগর অনেকটাই ফাঁকা। নজরদারি চালাতে টহল দিচ্ছে উপকূলরক্ষী ও নিরাপত্তাবাহিনী।
মকর সংক্রান্তির স্নান সারলেন দিলীপ ঘোষ। কাশীপুরের সর্বমঙ্গলা ঘাটে গঙ্গাস্নান সারলেন বিজেপির রাজ্য সভাপতি।
Tags :
Satabdi Roy Fans Club West Bengal Elections With ABP Ananda Congress WB Polls With ABP Ananda WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC WB Elections With ABP Ananda BJP WB Election West Bengal Assembly Elections 2021 Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections WB Polls Suvendu Adhikari Bengal Election 2021 Bengal Elections Mamata Banerjee Amit Shahসমস্ত শো
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
খবর
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
Advertisement