COVID Update: করোনাভাইরাসের ডবল মিউট্যান্টকে প্রতিরোধ করার ক্ষেত্রে কার্যকরী কোভিশিল্ড, দাবি ব্রিটেনের গবেষণায়
হাইকোর্টে নারদ-মামলায় ৪ হেভিওয়েটের শুনানি আজকের মতো শেষ। কাল ছুটি নেবেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। বুধবার ফের শুনানি। বৃহত্তর বেঞ্চ গঠনের প্রশাসনিক সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে সিবিআই।
অন্যদিকে, করোনার দ্বিতীয় ঢেউয়ে ছারখার ভারত। দেশে মৃত্যু মিছিল থামছেই না। মারণ ভাইরাসের নতুন ডবল মিউট্যান্ট স্ট্রেনের দাপটে ত্রাহি ত্রাহি অবস্থা। এই অবস্থায় ব্রিটেনের জনস্বাস্থ্য বিভাগের গবেষণায় মিলল সুখবর। গবেষণায় দাবি করা হয়েছে, করোনার নতুন প্রজাতি, যার পোশাকি নাম B.1.617.2, তার উপর কোভিশিল্ড কার্যকরী। চলতি বছরের ৫ এপ্রিল থেকে ১৬ মে পর্যন্ত গবেষণা চালিয়েছে ব্রিটেনের জনস্বাস্থ্য বিভাগ। সেই গবেষণায় উল্লেখ করা হয়েছে, কোভিশিল্ডের দু’টি ডোজ করোনা ভাইরাসের ডবল মিউট্যান্ট স্ট্রেনের ওপর ৬০ শতাংশ কার্যকরী। এর আগে নন মিউট্যান্ট প্রজাতির ক্ষেত্রে এই ভ্যাকসিন ৬৬ শতাংশ কার্যকরী ছিল। গবেষণায় আরও উল্লেখ করা হয়েছে, ভ্যাকসিন নেওয়ার পরও যাঁরা সংক্রমিত হচ্ছেন, তার মধ্যে ৩৩ শতাংশ ক্ষেত্রে কোভিশিল্ড রোগ নিরাময়ে সাহায্য করছে।