এক্সপ্লোর
Advertisement
West Bengal Elections 2021: ৩ দিনের সফরে রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ
৩ দিনের সফরে রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার-সহ রাজ্যে ফুল বেঞ্চ। কিছুক্ষণের মধ্যেই রাজ্য পুলিশের নোডাল অফিসারের সঙ্গে বৈঠক। কাল প্রথমে রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক কমিশনের। তারপর ভোটের সঙ্গে যুক্ত সংস্থার সঙ্গে বৈঠক। দ্বিতীয় পর্যায়ে ডিএম, এসপি, সিপিদের সঙ্গে বৈঠক কমিশনের। শুক্রবার মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজির সঙ্গে বৈঠক। শুক্রবার দুপুর ১টায় নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠক।
তৃণমূলের পর শুভেন্দুর র্যালিতেও ‘গোলি মারো’ স্লোগান! চন্দননগরে বিজেপির মিছিলেও ‘গোলি মারো’ স্লোগান। চন্দননগরের রথতলা মোড়ের কাছে সেই বিতর্কিত স্লোগান। ‘দেশের বিশ্বাসঘাতকদের গুলি করুক সেনা বাহিনী’। বিতর্কিত স্লোগান নিয়ে সাফাই হুগলির বিজেপির নেতার।
প্রকাশ্যে মিছিলে গোলি মারো স্লোগান সমর্থনযোগ্য নয়। মন্তব্য করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।
গদ্দারদের গুলি মারাই উচিত। এটাই আমাদের নৈতিক অবস্থান। বিজেপি নেতা সুরেশ সাউয়ের পাশে দাঁড়িয়ে মন্তব্য শমীক ভট্টাচার্যর।
বুথ দখল করতে এলে কাপড় কাচার মতো ধোলাই। হুঙ্কার বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের।
নৈহাটিতে প্রকাশ্য মঞ্চেই যুব নেতার ইস্তফা! পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে যুব নেতার ইস্তফা। মদন মিত্র আসার আগেই শহর যুব সভাপতির ইস্তফা। ‘৮ বার হামলা, তাও কিছু করেনি পুলিশ’। মঞ্চেই নৈহাটি শহর যুব তৃণমূল সভাপতির পদত্যাগ। ‘ওর উপর হামলা হয়েছিল, কিছুই করেনি পুলিশ। এনিয়ে দলে আলোচনা করব।’ মন্তব্য শহর সভাপতির।
তাঁর অবস্থান কী? জানতে চেয়ে কোচবিহার দক্ষিণের বিধায়ক তথা সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী মিহির গোস্বামীকে চিঠি পার্থ চট্টোপাধ্যায়ের। সাত দিনের মধ্যে উত্তর দেওয়ার নির্দেশ। বাম-কংগ্রেস থেকে তৃণমূলে আসা ১৯ বিধায়কের ব্যাপারে কী সিদ্ধান্ত? জানতে চেয়ে পাল্টা চিঠি পাঠালেন কোচবিহারের বিধায়ক।
মাওবাদীদের থেকেও ভয়ঙ্কর বিজেপি। পুরুলিয়ার জনসভা থেকে আক্রমণ মমতার। বিজেপিকে কেউটে সাপের সঙ্গে তুলনা। ১০ বছর জেল খাটা মাওবাদী কেন তৃণমূলের উঁচু পদে, পাল্টা প্রশ্ন কৈলাস বিজয়বর্গীয়র।
তৃণমূল নেতা ও বাঁকুড়া পুরসভার প্রাক্তন পুর প্রশাসক কি দল ছাড়তে চলেছেন? গতকাল দলের ১১ জন বিদায়ী কাউন্সিলরকে নিয়ে প্রাক্তন পুর প্রশাসকের বৈঠকের পরই এই জল্পনা মাথাচাড়া দিয়েছে। যদিও ওই নেতার দাবি, তিনি তৃণমূলেই থাকছেন। জেলা তৃণমূল নেতৃত্বও এই জল্পনাকে আমল দিতে নারাজ। তবে বিজেপির দাবি, তাদের সঙ্গে অনেকে যোগাযোগ রাখছে।
তৃণমূলের পর শুভেন্দুর র্যালিতেও ‘গোলি মারো’ স্লোগান! চন্দননগরে বিজেপির মিছিলেও ‘গোলি মারো’ স্লোগান। চন্দননগরের রথতলা মোড়ের কাছে সেই বিতর্কিত স্লোগান। ‘দেশের বিশ্বাসঘাতকদের গুলি করুক সেনা বাহিনী’। বিতর্কিত স্লোগান নিয়ে সাফাই হুগলির বিজেপির নেতার।
প্রকাশ্যে মিছিলে গোলি মারো স্লোগান সমর্থনযোগ্য নয়। মন্তব্য করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।
গদ্দারদের গুলি মারাই উচিত। এটাই আমাদের নৈতিক অবস্থান। বিজেপি নেতা সুরেশ সাউয়ের পাশে দাঁড়িয়ে মন্তব্য শমীক ভট্টাচার্যর।
বুথ দখল করতে এলে কাপড় কাচার মতো ধোলাই। হুঙ্কার বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়ের।
নৈহাটিতে প্রকাশ্য মঞ্চেই যুব নেতার ইস্তফা! পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে যুব নেতার ইস্তফা। মদন মিত্র আসার আগেই শহর যুব সভাপতির ইস্তফা। ‘৮ বার হামলা, তাও কিছু করেনি পুলিশ’। মঞ্চেই নৈহাটি শহর যুব তৃণমূল সভাপতির পদত্যাগ। ‘ওর উপর হামলা হয়েছিল, কিছুই করেনি পুলিশ। এনিয়ে দলে আলোচনা করব।’ মন্তব্য শহর সভাপতির।
তাঁর অবস্থান কী? জানতে চেয়ে কোচবিহার দক্ষিণের বিধায়ক তথা সম্প্রতি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানকারী মিহির গোস্বামীকে চিঠি পার্থ চট্টোপাধ্যায়ের। সাত দিনের মধ্যে উত্তর দেওয়ার নির্দেশ। বাম-কংগ্রেস থেকে তৃণমূলে আসা ১৯ বিধায়কের ব্যাপারে কী সিদ্ধান্ত? জানতে চেয়ে পাল্টা চিঠি পাঠালেন কোচবিহারের বিধায়ক।
মাওবাদীদের থেকেও ভয়ঙ্কর বিজেপি। পুরুলিয়ার জনসভা থেকে আক্রমণ মমতার। বিজেপিকে কেউটে সাপের সঙ্গে তুলনা। ১০ বছর জেল খাটা মাওবাদী কেন তৃণমূলের উঁচু পদে, পাল্টা প্রশ্ন কৈলাস বিজয়বর্গীয়র।
তৃণমূল নেতা ও বাঁকুড়া পুরসভার প্রাক্তন পুর প্রশাসক কি দল ছাড়তে চলেছেন? গতকাল দলের ১১ জন বিদায়ী কাউন্সিলরকে নিয়ে প্রাক্তন পুর প্রশাসকের বৈঠকের পরই এই জল্পনা মাথাচাড়া দিয়েছে। যদিও ওই নেতার দাবি, তিনি তৃণমূলেই থাকছেন। জেলা তৃণমূল নেতৃত্বও এই জল্পনাকে আমল দিতে নারাজ। তবে বিজেপির দাবি, তাদের সঙ্গে অনেকে যোগাযোগ রাখছে।
Tags :
Samik Bhattacharya Arindam Bhattacharya Raju Banerjee Kunal Ghosh Anubrata Mondal WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC BJP Congress West Bengal Elections With ABP Ananda WB Elections With ABP Ananda WB Polls With ABP Ananda WB Election Bengal Polls West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Polls West Bengal Election WB Polls 2021 West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election Bengal Election 2021 Bengal Elections Mamata Banerjeeসমস্ত শো
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিনোদনের
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
Advertisement