এক্সপ্লোর
LPG Price Hike: ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, একাধাক্কায় বৃদ্ধি সিলিন্ডারপিছু ৫০ টাকা
অনেক কথা যাও যে বলে, কোনও কথা না বলি। রবীন্দ্রনাথ ঠাকুরের এই বার্তাই যেন স্পষ্ট হল বুধবার সাতসকালে রাজারহাটের ইকো পার্কে। একদিকে প্রতিদিনের মতো শরীর চর্চায় ব্যস্ত বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর সেই সময়ই একই জায়গায় মর্নিং ওয়াকে তৃণমূলের যুব কর্মীরা। মুখে কথা নেই....পরণে ‘সব বেচে দে’ লেখা টি শার্ট।
বিধানসভা ভোটের এখনও কয়েক মাস দেরি। কিন্তু তার আগেই একাধিক ইস্যুতে যুযুধান তৃণমূল-বিজেপির তাল ঠোকাঠুকিতে সরগরম রাজ্য রাজনীতি। এতদিন যা রাজনীতির ময়দানে ছিল, এবার সেটাই কি দেখা দিল মর্নিং ওয়াকে? এদিন, ইকো পার্কে যখন শরীর চর্চা করছেন বিজেপির রাজ্য সভাপতি, তখন আচমকাই সেখানে হাজির যুব তৃণমূলের রাজারহাট-নিউটাউন শহর সভাপতি। সঙ্গে জনা পঞ্চাশেক যুব তৃণমূল কর্মী। পরনের টি শার্টেও রাজনৈতিক বার্তা। মোদি সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই একের পর এক লাভজনক রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা বেচে দেওয়ার অভিযোগে সরব বিরোধীরা! টি শার্টের মধ্যে দিয়ে সেটাই নীরবে তুলে ধরলেন যুব তৃণমূল কর্মীরা। তাঁদের এই উপস্থিতিই মর্নিং ওয়াক বিতর্ক উস্কে দিল। তবে একে দিলীপের পাল্টা কর্মসূচি বলতে নারাজ যুব তৃণমূল। যদিও, তৃণমূলের যুব কর্মীদের কর্মসূচি নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি।
‘দুয়ারে সরকার’ কর্মসূচি থামিয়ে তৃণমূলের সাংগঠনিক সভা। পূর্ব বর্ধমানের কালনার পুরশ্রী মঞ্চের ঘটনা। তৃণমূলের প্রাথমিক শিক্ষা সমিতির সভা ঘিরে বিতর্ক। প্রায় ২ ঘণ্টা বন্ধ ছিল সরকারি কর্মসূচি, খবর স্থানীয় সূত্রে। আধঘণ্টার জন্য সভা, দাবি মন্ত্রী স্বপন দেবনাথের। ‘সরকারি কর্মসূচি বন্ধ রেখে দলীয় সভা করা যায় না,’ প্রাথমিক শিক্ষা সমিতির সভার সমালোচনায় বিজেপি। দুয়ারে দুয়ারে সরকারের পাল্টা বিজেপির আর নয় অন্যায়। হুঙ্কার দিলীপ ঘোষের।
রাজ্যে কোভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু। প্রথম টিকা পেলেন বিপ্লব যশ। বেলেঘাটার নাইসেডে গতকাল তাঁকে টিকা দেওয়া হয়। আজ সরকারিভাবে কোভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হল। ট্রায়ালের উদ্বোধনী অনুষ্ঠানে গরহাজির স্বাস্থ্য দফতরের প্রতিনিধিরা। আমন্ত্রণ জানানো হয়েছিল স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে।
কোভিড মোকাবিলায় ওষুধপত্র-সরঞ্জাম কেনা নিয়ে দুর্নীতির অভিযোগ রাজ্যপালের। মুখ্যমন্ত্রীর তৈরি করা কমিটির রিপোর্ট কোথায়, প্রশ্ন ধনকড়ের।
ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। এক ধাক্কায় বাড়ল সিলিন্ডারপিছু ৫০ টাকা। দাম বাড়ার পর কলকাতায় সিলিন্ডারপিছু রান্নার গ্যাসের দাম দাঁড়িয়েছে ৬৭০ টাকা ৫০ পয়সা। একলাফে এতটা দাম বাড়ায় মাথায় হাত গ্রাহকদের।
বিধানসভা ভোটের এখনও কয়েক মাস দেরি। কিন্তু তার আগেই একাধিক ইস্যুতে যুযুধান তৃণমূল-বিজেপির তাল ঠোকাঠুকিতে সরগরম রাজ্য রাজনীতি। এতদিন যা রাজনীতির ময়দানে ছিল, এবার সেটাই কি দেখা দিল মর্নিং ওয়াকে? এদিন, ইকো পার্কে যখন শরীর চর্চা করছেন বিজেপির রাজ্য সভাপতি, তখন আচমকাই সেখানে হাজির যুব তৃণমূলের রাজারহাট-নিউটাউন শহর সভাপতি। সঙ্গে জনা পঞ্চাশেক যুব তৃণমূল কর্মী। পরনের টি শার্টেও রাজনৈতিক বার্তা। মোদি সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই একের পর এক লাভজনক রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা বেচে দেওয়ার অভিযোগে সরব বিরোধীরা! টি শার্টের মধ্যে দিয়ে সেটাই নীরবে তুলে ধরলেন যুব তৃণমূল কর্মীরা। তাঁদের এই উপস্থিতিই মর্নিং ওয়াক বিতর্ক উস্কে দিল। তবে একে দিলীপের পাল্টা কর্মসূচি বলতে নারাজ যুব তৃণমূল। যদিও, তৃণমূলের যুব কর্মীদের কর্মসূচি নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি।
‘দুয়ারে সরকার’ কর্মসূচি থামিয়ে তৃণমূলের সাংগঠনিক সভা। পূর্ব বর্ধমানের কালনার পুরশ্রী মঞ্চের ঘটনা। তৃণমূলের প্রাথমিক শিক্ষা সমিতির সভা ঘিরে বিতর্ক। প্রায় ২ ঘণ্টা বন্ধ ছিল সরকারি কর্মসূচি, খবর স্থানীয় সূত্রে। আধঘণ্টার জন্য সভা, দাবি মন্ত্রী স্বপন দেবনাথের। ‘সরকারি কর্মসূচি বন্ধ রেখে দলীয় সভা করা যায় না,’ প্রাথমিক শিক্ষা সমিতির সভার সমালোচনায় বিজেপি। দুয়ারে দুয়ারে সরকারের পাল্টা বিজেপির আর নয় অন্যায়। হুঙ্কার দিলীপ ঘোষের।
রাজ্যে কোভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু। প্রথম টিকা পেলেন বিপ্লব যশ। বেলেঘাটার নাইসেডে গতকাল তাঁকে টিকা দেওয়া হয়। আজ সরকারিভাবে কোভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হল। ট্রায়ালের উদ্বোধনী অনুষ্ঠানে গরহাজির স্বাস্থ্য দফতরের প্রতিনিধিরা। আমন্ত্রণ জানানো হয়েছিল স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে।
কোভিড মোকাবিলায় ওষুধপত্র-সরঞ্জাম কেনা নিয়ে দুর্নীতির অভিযোগ রাজ্যপালের। মুখ্যমন্ত্রীর তৈরি করা কমিটির রিপোর্ট কোথায়, প্রশ্ন ধনকড়ের।
ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। এক ধাক্কায় বাড়ল সিলিন্ডারপিছু ৫০ টাকা। দাম বাড়ার পর কলকাতায় সিলিন্ডারপিছু রান্নার গ্যাসের দাম দাঁড়িয়েছে ৬৭০ টাকা ৫০ পয়সা। একলাফে এতটা দাম বাড়ায় মাথায় হাত গ্রাহকদের।
সমস্ত শো
Advertisement
সেরা শিরোনাম
জেলার
অফবিট
জেলার
বিনোদনের
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
Advertisement