এক্সপ্লোর
Advertisement
প্রায় ৮ মাস পরে কাল থেকে চালু আন্তঃজেলা রেল
বাড়িতে গিয়েও শীলভদ্র দত্তর দেখা পেলেন না জ্যোতিপ্রিয় মল্লিক। শীলভদ্রের মানভঞ্জনে বাড়িতে গিয়েও মিলল না দেখা। এর আগে শীলভদ্রর বাড়িতে যান পিকের টিমের ২ সদস্য। তাঁদের সঙ্গে আলোচনার পর ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক জানিয়েছেন, পিকের টিমের সদস্যদের বদলে দলের কেউ এলে ভাল হত। ভোটে না লড়ার সিদ্ধান্তে তিনি এখনও অনড় বলে জানিয়েছেন শীলভদ্র।
কাজ করতে দেওয়া হচ্ছে না, ভোটে ফল ভুগতে হবে। জল্পনা উসকে এবার বেসুরো দুর্গাপুর পশ্চিমের বিধায়ক ও পশ্চিম বর্ধমানের আইএনটিটিইউ সভাপতি। নিজেই ঠিক করুক কোন দলে থাকবে, কটাক্ষ বিজেপির।
শহর-শহরতলির পরে কাল থেকে রাজ্যে চালু রেল। প্রায় ৮ মাস পরে কাল থেকে চালু আন্তঃজেলা রেল। কাল থেকে পূর্ব রেলের ৩টি ডিভিশনে ৮১টি ট্রেন। আপাতত হাওড়া, আসানসোল, মালদা ডিভিশন। বর্ধমান-রামপুরহাটের মধ্যে চলবে ৮টি প্যাসেঞ্জার। রামপুরহাট-গুমানির মধ্যে চলবে ৬টি প্যাসেঞ্জার। রামপুরহাট-দুমকা-জসিডির মধ্যে চলবে ২টি প্যাসেঞ্জার। বর্ধমান- আসানসোল রুটে চলবে ৮টি প্যাসেঞ্জার। অণ্ডাল-সাঁইথিয়ার মধ্যে চলবে ৪টি প্যাসেঞ্জার। আজিমগঞ্জ-রামপুরহাটের মধ্যে চলবে ৬টি প্যাসেঞ্জার।
খেজুরিতে বিজেপির বাইক র্যালিতে হামলা, মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভাঙচুর করা হয় বাইক। প্রতিবাদে পথ অবরোধ করার পাশাপাশি পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের জেলা নেতৃত্বের দাবি, বিজেপির গোষ্ঠীকোন্দলের জেরে ওই ঘটনা।
যেতে হবে গ্রামে, সাংসদ লকেট চট্টোপাধ্যায়েকে ঘিরে বিজেপির বিক্ষোভ! পান্ডুয়া থেতে চুঁচুড়া যাওয়ার পরে লকেটকে ঘিরে বিক্ষোভ। গ্রামে সাংসদকে ঢোকার দাবিতে বিজেপি কর্মীদের বিক্ষোভ। ‘কর্মসূচির মধ্যে ছিল না, কোথাও ভুল বোঝাবুঝি হয়েছে,’ দলীয় কর্মীদের বিক্ষোভ নিয়ে মন্তব্য লকেটের।
কাজ করতে দেওয়া হচ্ছে না, ভোটে ফল ভুগতে হবে। জল্পনা উসকে এবার বেসুরো দুর্গাপুর পশ্চিমের বিধায়ক ও পশ্চিম বর্ধমানের আইএনটিটিইউ সভাপতি। নিজেই ঠিক করুক কোন দলে থাকবে, কটাক্ষ বিজেপির।
শহর-শহরতলির পরে কাল থেকে রাজ্যে চালু রেল। প্রায় ৮ মাস পরে কাল থেকে চালু আন্তঃজেলা রেল। কাল থেকে পূর্ব রেলের ৩টি ডিভিশনে ৮১টি ট্রেন। আপাতত হাওড়া, আসানসোল, মালদা ডিভিশন। বর্ধমান-রামপুরহাটের মধ্যে চলবে ৮টি প্যাসেঞ্জার। রামপুরহাট-গুমানির মধ্যে চলবে ৬টি প্যাসেঞ্জার। রামপুরহাট-দুমকা-জসিডির মধ্যে চলবে ২টি প্যাসেঞ্জার। বর্ধমান- আসানসোল রুটে চলবে ৮টি প্যাসেঞ্জার। অণ্ডাল-সাঁইথিয়ার মধ্যে চলবে ৪টি প্যাসেঞ্জার। আজিমগঞ্জ-রামপুরহাটের মধ্যে চলবে ৬টি প্যাসেঞ্জার।
খেজুরিতে বিজেপির বাইক র্যালিতে হামলা, মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভাঙচুর করা হয় বাইক। প্রতিবাদে পথ অবরোধ করার পাশাপাশি পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের জেলা নেতৃত্বের দাবি, বিজেপির গোষ্ঠীকোন্দলের জেরে ওই ঘটনা।
যেতে হবে গ্রামে, সাংসদ লকেট চট্টোপাধ্যায়েকে ঘিরে বিজেপির বিক্ষোভ! পান্ডুয়া থেতে চুঁচুড়া যাওয়ার পরে লকেটকে ঘিরে বিক্ষোভ। গ্রামে সাংসদকে ঢোকার দাবিতে বিজেপি কর্মীদের বিক্ষোভ। ‘কর্মসূচির মধ্যে ছিল না, কোথাও ভুল বোঝাবুঝি হয়েছে,’ দলীয় কর্মীদের বিক্ষোভ নিয়ে মন্তব্য লকেটের।
সমস্ত শো
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
জেলার
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
Advertisement