WB Politics: পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন রাজীব, যান অভিষেক-সুব্রত বক্সীরাও
প্রয়াত পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) মা শিবানী চট্টোপাধ্যায়। বয়স হয়েছিল ৯১ বছর। শ্রদ্ধা জানাতে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন বিজেপি (BJP) নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। এর আগে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee), পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee), তৃণমূলের বর্ষীয়ান নেতা সুব্রত বক্সীরা (Subrata Bakshi)। গতকাল কুণাল ঘোষের সঙ্গে দেখা করেন রাজীব বন্দ্যোপাধ্যায়। কুণাল ঘোষের (Kunal Ghosh) সঙ্গে বৈঠকও করেন। এদিকে অনেকেই বিজেপি থেকে তৃণমূলে ফিরতে চেয়ে আবেদন করছেন। কিন্তু দলের শীর্ষ নেতৃত্বই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, এমনই মন্তব্য তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদারের। অন্যদিকে দলত্যাগীদের উদ্দেশ্যে ফেসবুকে কড়া বার্তা দিলীপ ঘোষের (Dilip Ghosh)। দল ছাড়াটা এখন অনেকের অভ্যেসে পরিণত হয়েছে। যারা দলকে রক্ত-ঘাম দিয়ে দাঁড় করিয়েছে, বিজেপি তাঁদের ওপর নির্ভরশীল। বিজেপিতে থাকতে হলে ত্যাগ-তপস্যা করতে হবে। যারা শুধু ক্ষমতা ভোগ করতে চান, তাঁরা বিজেপিতে থাকতে পারবেন না, আমরাই রাখব না, কড়া বার্তা দিলীপ ঘোষের।