WB Election 2021: প্রচারে বেরিয়ে আক্রান্ত ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী দীপক হালদার
প্রচারে বেরিয়ে আক্রান্ত ডায়মন্ডহারবারের বিজেপি প্রার্থী। তৃণমূলের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে জাতীয় সড়ক অবরোধ বিজেপির। অবরোধ তুলতে গেলে পুলিশকে হেনস্থার অভিযোগ উঠেছে। অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা।
ভোটের পরও রাজনৈতিক সংঘর্ষে উত্তেজনা ছড়াল নন্দীগ্রামে। ভেটুরিয়ায় একে অন্যের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলল তৃণমূল-বিজেপি। বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পশ্চিম মেদিনীপুরের কেশপুরে শুরু ভোট পরবর্তী অশান্তি। দু’জায়গায় আক্রান্ত বিজেপির দুই পোলিং এজেন্ট। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অস্বীকার করেছে তৃণমূল।কেশপুরে বিজেপি প্রার্থী ও সংবাদমাধ্যমের গাড়ি ভাঙচুরের ঘটনায় ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বহিরাগত গুন্ডা ঢুকিয়ে ভোটে সন্ত্রাস ছড়াচ্ছে বিজেপি। সব জেনেও কমিশন চুপ কেন? অমিত শাহর নির্দেশেই কাজ করছে কমিশন ও কেন্দ্রীয় বাহিনী, তোপ মমতার।
দলবদল হলেও বৈশালী ডালমিয়ার কেন্দ্র বদল হয়নি। বালি থেকে এবার বিজেপি প্রার্থী প্রয়াত জগমোহন ডালমিয়ার মেয়ে। সারাদিন ঘুরছেন পাড়ায় পাড়ায়। গরমের মধ্যে সুস্থ থাকতে খাওয়া-দাওয়ার দিকে তাই বাড়তি নজর।