এক্সপ্লোর
আজ বাংলায়: দাঁতনে তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণ, কালীপুজোয় নাচানাচিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষকে ঘিরে অশান্ত ভাটপাড়া, সঙ্গে অন্য খবর
দাঁতনে তৃণমূল কর্মীর বাড়িতে বিস্ফোরণ হয় আজ। আহত হয়েছেন পাঁচজন। দাঁতনের রসুলপুরে বিস্ফোরণে উড়ল বাড়ির ছাদ। বিস্ফোরণে আহত পাঁচ তৃণমূল কর্মীর মধ্যে আশঙ্কাজনক দুই। বোমা বাঁধতে গিয়েই বিস্ফোরণ বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনাস্থলে পৌঁছায় দাঁতন থানার পুলিশ। কালীপুজোয় নাচানাচিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষকে ঘিরে ফের অশান্ত ভাটপাড়া। বোমাবাজি এবং গুলি চালানোর অভিযোগ। ভাটপাড়া পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের বুড়ি বটতলার ঘটনা। কেন ভাটপাড়ায় বারবার অশান্তি। প্রশ্ন তুলে গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ স্থানীয়দের। বাঁকুড়ায় তৈরি হবে বিরসা মুণ্ডাল মূর্তি। তৃণমূলের তত্ত্বাবধানে মূর্তির জন্য জমি চিহ্নিতিকরণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি শ্যামল সাঁতরা ও অন্যান্যরা। জগদ্দলে আত্মঘাতী কিশোরী। পুলিশকে ঘিরে বিক্ষোভ। এক অপরিচিত যুবক ওই কিশোরীর ছবি বিকৃত করে সোশাল মিডিয়ায় ব্ল্যাকমেল করত । সম্পর্ক তৈরির জন্য় ক্রমাগত চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। দেহ আনতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। আড়াই ঘণ্টা দেহ আটকে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। পরে তদন্তের আশ্বাস দিলে দেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ ময়নাতদন্তের জন্য। সঙ্গে দেখুন অন্য খবর।






























