আজ বাংলায়: ২৭ মার্চ থেকে রাজ্যে ৮ দফায় নির্বাচন, জারি আদর্শ আচরণবিধি
‘পশ্চিমবঙ্গে ৮ দফায় ভোটগ্রহণ। বাংলা সহ সব রাজ্যে ভোট গণনা ২ মে। পশ্চিমবঙ্গে প্রথম দফায় ভোট ৩০টি আসনে। ভোটগ্রহণ ২৭ মার্চ। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর পার্ট ১, পূর্ব মেদিনীপুর পার্ট ১। পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ৩০টি আসনে ভোটগ্রহণ। দ্বিতীয় দফায় ভোটগ্রহণ ১ এপ্রিল। পশ্চিম মেদিনীপুর (২), পূর্ব মেদিনীপুর (২), দক্ষিণ ২৪ পরগনা (১)। তৃতীয় দফায় ৩১টি বিধানসভা আসনে ভোটগ্রহণ। ৬ এপ্রিল তৃতীয় দফার ভোটগ্রহণ। হাওড়া পার্ট ১, হুগলি পার্ট ১, দক্ষিণ ২৪ পরগনা পার্ট ২। চতুর্থ দফায় ৪৪টি বিধানসভা আসনে ভোটগ্রহণ। চতুর্থ দফায় ভোটগ্রহণ ১০ এপ্রিল। হাওড়া পার্ট ২, হুগলি পার্ট ২, দক্ষিণ ২৪ পরগনা পার্ট ৩, কোচবিহার, আলিপুরদুয়ার। পঞ্চম দফায় ৪৫ টি আসনে ভোটগ্রহণ। পঞ্চম দফায় ভোটগ্রহণ ১৭ এপ্রিল। উত্তর ২৪ পরগনা পার্ট ১, নদিয়া পার্ট ১, পূর্ব বর্ধমান পার্ট ১, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি। ষষ্ঠ দফায় ৪৩টি আসনে ভোটগ্রহণ ২২ এপ্রিল। উত্তর ২৪ পরগনা পার্ট ২, নদিয়া পার্ট ২, পূর্ব বর্ধমান পার্ট ২, উত্তর দিনাজপুর। সপ্তম দফায় ৩৬টি বিধানসভা আসনে ভোট। সপ্তম দফায় ৩৬টি আসনে ভোটগ্রহণ ২৬ এপ্রিল। মালদা পার্ট ১, মুর্শিদাবাদ পার্ট ১, পশ্চিম বর্ধমান, কলকাতা দক্ষিণ, দক্ষিণ দিনাজপুর। অষ্টম দফায় ৩৫টি আসনে ভোটগ্রহণ। অষ্টম দফায় ভোটগ্রহণ ২৯ এপ্রিল। মালদা পার্ট ২, মুর্শিদাবাদ পার্ট ২, বীরভূম, কলকাতা উত্তর।’
প্রথম দফা (২৭ মার্চ): দাঁতন, এগরা, খেজুরি, ঝাড়গ্রামে ভোট
প্রথম দফা (২৭ মার্চ): পুরুলিয়া, রানিবাঁধ, খড়গপুর, জয়পুরে ভোট
দ্বিতীয় দফা (১ এপ্রিল): নন্দীগ্রাম, কেশপুর, সবং, পিংলায় ভোট
দ্বিতীয় দফা (১ এপ্রিল): ঘাটাল, তালডাংরা, কোতুলপুরে ভোট
দ্বিতীয় দফা (১ এপ্রিল): হলদিয়া, গোসাবা, তমলুকে ভোট
তৃতীয় দফা (৬ এপ্রিল): রায়দিঘি, বাসন্তী, সাতগাছিয়ায় ভোট
তৃতীয় দফা (৬ এপ্রিল): ফলতা, আমতা, ক্যানিং, হরিপালে ভোট তৃতীয় দফা (৬ এপ্রিল): পুড়শুড়া, গোঘাট, খানাকুলে ভোট
চতুর্থ দফা (১০ এপ্রিল): যাদবপুর, কসবা, ভাঙড়ে ভোট
চতুর্থ দফা (১০ এপ্রিল): সোনারপুর উঃ, বেহালা পূর্ব, টালিগঞ্জে ভোট
চতুর্থ দফা (১০ এপ্রিল): বেহালা পঃ, বজবজ, বালিতে ভোট
চতুর্থ দফা (১০ এপ্রিল): শিবপুর, ডোমজুড়, উত্তরপাড়ায় ভোট
চতুর্থ দফা (১০ এপ্রিল): সিঙ্গুর, দিনহাটা, আলিপুরদুয়ারে ভোট
চতুর্থ দফা (১০ এপ্রিল): মাদারিহাট, ফালাকাটায় ভোট
পঞ্চম দফা (১৭ এপ্রিল): দমদম, বরানগর, কামারহাটিতে ভোট
পঞ্চম দফা (১৭ এপ্রিল): পানিহাটি, বিধাননগর, রাজারহাট-গোপালপুরে ভোট
পঞ্চম দফা (১৭ এপ্রিল): মধ্যমগ্রাম, বারাসাতে ভোট
পঞ্চম দফা (১৭ এপ্রিল): শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পঙে ভোট
ষষ্ঠ দফা (২২ এপ্রিল): চোপড়া, ইসলামপুর, রায়গঞ্জে ভোট
ষষ্ঠ দফা (২২ এপ্রিল): নৈহাটি, বীজপুর, ভাটপাড়ায় ভোট ষষ্ঠ দফা (২২ এপ্রিল): ব্যারাকপুর, দমদম উত্তর, মঙ্গলকোটে ভোট
ষষ্ঠ দফা (২২ এপ্রিল): কাটোয়া, খড়দা, কেতুগ্রাম, ইটাহারে ভোট
সপ্তম দফা (২৬ এপ্রিল): কলকাতা বন্দর, ভবানীপুরে ভোট
সপ্তম দফা (২৬ এপ্রিল): রাসবিহারী, বালিগঞ্জে ভোট
অষ্টম দফা (২৯ এপ্রিল): মালদা, ইংরেজবাজার, বহরমপুরে ভোট
অষ্টম দফা (২৯ এপ্রিল): ডোমকল, কান্দি, চৌরঙ্গিতে ভোট
অষ্টম দফা (২৯ এপ্রিল): এন্টালি, জোড়াসাঁকো, শ্যামপুকুরে ভোট
অষ্টম দফা (২৯ এপ্রিল): মানিকতলা, কাশীপুর-বেলগাছিয়ায় ভোট
অষ্টম দফা (২৯ এপ্রিল): বোলপুর, সিউড়ি, লাভপুরে ভোট
‘পশ্চিমবঙ্গে ৮ দফায় ভোট কেন? কাকে সুবিধা করে দিচ্ছে নির্বাচন কমিশন? প্রত্যেক দফায় এক একটি জেলায় অর্ধেক ভোট কেন? একটি জেলাকে পার্ট ওয়ান, পার্ট টু কেন?’ আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
‘লোকসভা ভোটে কি করেছিলেন বিবেক দুবে, আমরা জানি। কেন্দ্রীয় সরকার নিজের ক্ষমতার অপব্যবহার করতে পারে না,’ আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
রাজ্যে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি, হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল বিমল চট্টোপাধ্যায়। তাঁর দাবি, গত নির্বাচনগুলিতে রাজ্যে হিংসা-হানাহানির ঘটনা ঘটেছে। ফলে ভোটপর্ব চলাকালীন রাজ্যের মানুষ সুরক্ষিত নন।
রাজ্য বিজেপির কার্যনির্বাহী কমিটিতে শুভেন্দু অধিকারী-রাজীব বন্দ্যোপাধ্যায়। এছাড়া রাজ্য বিজেপিতে পদ পেলেন দলবদল করা বাণী সিংহ রায়, প্রবীর ঘোষাল, সুনীল মণ্ডল।
রাজ্যে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি, হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল বিমল চট্টোপাধ্যায়। তাঁর দাবি, গত নির্বাচনগুলিতে রাজ্যে হিংসা-হানাহানির ঘটনা ঘটেছে। ফলে ভোটপর্ব চলাকালীন রাজ্যের মানুষ সুরক্ষিত নন।