আজ বাংলায়: বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার উন্নতি, স্থিতিশীল তাঁর স্ত্রীও
বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharya) শারীরিক অবস্থার উন্নতি। গতকালের তুলনায় ভালো আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। চিকিৎসকদের সঙ্গে কথাও বলেছেন বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁকে নির্দিষ্ট সময় অন্তর দেওয়া হচ্ছে বাইপ্যাপ। বাইপ্যাপ দেওয়ার পর তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ৯২। অন্যদিকে তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যের অবস্থাও স্থিতিশীল। এদিকে সকালে ওড়িশার (Odisha) ধামড়ায় ল্যান্ডফলের পর পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা তছনছ করে ঝাড়খণ্ডের (Jharkhand) দিকে ঘূর্ণিঝড় ইয়াস। শক্তি কমার ফলে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতিভারি বৃষ্টি হবে এবং বৃষ্টি হবে উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতেও। ঘূর্ণিঝড়ের প্রভাবে জলস্ফীতি। জলমগ্ন কাকদ্বীপ, রায়দিঘি এবং সাগরের (Sagar) বিস্তীর্ণ এলাকা। জল ঢুকে যায় কপিল মুনির আশ্রমেও। পাশাপাশি ডায়মন্ড হারবারের (Diamond Harbour) ২টি ত্রাণশিবির ঘুরে দেখেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।