সৌমিত্র চট্টোপাধ্যায়ের সিটি অ্যাঞ্জিওগ্রাম, তৃতীয় ডায়ালিসিস সম্পন্ন - সঙ্গে অন্য খবর
আজ বাংলায়: সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি কিছুটা নিয়ন্ত্রিত হলেও অব্যাহত রক্তক্ষরণ। ৪ ইউনিট রক্ত দেওয়া হয়েছে। কোথায় রক্তক্ষরণ, চিহ্নিত করতে সিটি অ্যাঞ্জিওগ্রাম। অ্যাঞ্জিওগ্রামের জন্য ব্যবহৃত ডাই ছেঁকে বের করার চেষ্টা। তার জন্য তৃতীয় ডায়ালিসিস করা হয়েছে। কিডনি ঠিকমত কাজ করছে। স্নায়ুর সমস্যার কোনও উন্নতি হয়নি, বেলভিউ সূত্রে খবর।
শুভেন্দু অধিকারীর ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পরেই নন্দীগ্রামে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে। 'বিজেপিতে এলে শুভেন্দুকে স্বাগত' মন্তব্য সৌমিত্র খাঁ-এর। ইঙ্গিতপূর্ণ মন্তব্য আরও দুই বিজেপি নেতার। দল ভাঙাতে উস্কানি বিজেপির। পাল্টা তৃণমূল।
কল্যাণীর গয়েশপুরে এক যুবকের রহস্য মৃত্যু ঘিরে তৃণমূল-বিজেপির মধ্য়ে চাপানউতোর তৈরি হয়েছে। গেরুয়া শিবিরের তরফে দাবি করা হয়েছে ওই যুবক বিজেপির সক্রিয় কর্মী ছিলেন। তাঁকে শাসকদল আশ্রিত দুষ্কৃতীরাই খুন করেছে বলে অভিযোগ। যদিও শাসকদলের তরফে সব অভিযোগ অস্বীকার হয়েছে। পালটা অভিযোগ করে বলা হয়, ওই যুবক তৃণমূলের একজন সক্রিয় কর্মী ছিলেন।
২৪ ঘণ্টা পার। এখনও মেরামতি হয়নি দুর্গাপুর ব্যারাজের ভাঙা লক গেট। জল সংকটের অভিযোগ দুর্গাপুরের একাংশের। ৪৮ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা।
মিহির গোস্বামীর পর তৃণমূলে 'বিদ্রোহ' শীলভদ্র দত্তের। আর ভোটে দাঁড়াতে চান না ব্যারাকপুরের বিধায়ক। 'ভাড়া করা সংস্থাকে দিয়ে ভোট করাতে চাইছে তৃণমূল। বাংলায় জাতপাতের রাজনীতির আমদানির চেষ্টা চলছে। বাংলায় রাজনীতির সঙ্গে যা সম্পূর্ণ বেমানান। রাজনীতির পাঠ দেওয়ার চেষ্টা করছে ভাড়া করা সংস্থা।' তোপ ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক শীলভদ্র দত্তের।