Aj Bangla: বিষ্ণুপুরের পর রামপুরহাট, পুলিশ সম্পর্কে ফের বিতর্কিত মন্তব্য মহম্মদ সেলিমের। Bangla News
‘কাটমানি’ অভিযোগ না তোলায় তৃণমূল নেতাকে হুমকি দলেরই ব্লক সভাপতির! বীরভূমের মুরারইয়ে তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ। ‘ফোন করে অভিযোগ তুলে নিতে চাপ’। ‘অভিযোগ না তুললে দল ছাড়তে হবে’। অনুব্রত মণ্ডলের নাম করে হুমকি ব্লক সভাপতির, অভিযোগ তৃণমূল নেতার। ভাইরাল অডিও ঘিরে শোরগোল বীরভূমের মুরারইয়ে। ভাইরাল অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। কেষ্টদার নাম ভাঙিয়ে ভয় দেখাচ্ছে ব্লক সভাপতি। আমি বলেছি মাথা নত করব না। নিজের দাবিতে অনড় অভিযোগকারী তৃণমূল নেতা অচিন্ত্য ঘোষ। যদিও অভিযুক্ত ব্লক সভাপতির দাবি, কাটমানি নিয়ে তিনি দলের অবস্থানই বোঝাতে চেয়েছেন।
পুলিশ সম্পর্কে ফের বিতর্কিত মন্তব্য মহম্মদ সেলিমের। বিষ্ণুপুরের পর রামপুরহাটেও পুলিশকে নিশানা সেলিমের। ‘তৃণমূল বলছে পুলিশকে কেন কুকুরের সঙ্গে তুলনা? পুলিশের সঙ্গে তুলনা করে কুকুরের অপমান করেছি’, মন্তব্য সিপিএমের রাজ্য সম্পাদকের।
অমিত শাহ দিল্লি ফিরতেই বেসুরো জিতেন্দ্র তিওয়ারি। ‘বাংলা জিততে চান? আগে বাংলার মানুষের মন জিততে হবে’। ট্যুইট বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির। এই প্রসঙ্গে বিজেপি নেতা বলেন, এটায় বিতর্কের কিছু নেই, বাংলা জিততে হলে বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষের মন জয় করতে হবে এটাই বলেছি। বাংলার মানুষের মন জয় করতে পারি নি তাই আমরা হেরেছি। মানুষ কী চাইছে, মানুষ আমাদের কাছ থেকে কি প্রতাশ্যা করছেন সেটা জানতে হবে।“