Aj Bangla: জলপাইগুড়িতে পুত্রবধূকে ধর্ষণের হাত থেকে বাঁচাতে গিয়ে মৃত্যু শ্বশুরের।Bangla News
পুত্রবধূকে ধর্ষণের চেষ্টা, হুমকি দেওয়ার অভিযোগ। পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মৃত্যু শ্বশুরের। জলপাইগুড়িতে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মৃত্যু শ্বশুরের। বৃদ্ধকে লোহার রড দিয়ে আঘাত। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে মৃত্যু বৃদ্ধের, পলাতক অভিযুক্ত।
কোতয়ালি থানা ও পুলিশ সুপারকে লিখিত অভিযোগ পরিবারের। অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ, জানালেন জলপাইগুড়ির পুলিশ সুপার।
নামখানা গণধর্ষণের তদন্তও হবে দময়ন্তী সেনের নজরদারিতে। সুনিশ্চিত করতে হবে নির্যাতিতা ও সাক্ষীদের নিরাপত্তাও। নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই নিয়ে মোট ৫টি মামলার তদন্তের নজরদারির দায়িত্ব পেলেন দময়ন্তী সেন। হাইকোর্টের নির্দেশে, পিংলাকাণ্ডে তদন্তের নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে আইজি ট্রাফিক পারুল কুশ জৈনকে।
ওটি চলাকালীন রোগিণীকে চড়, চুলের মুঠি ধরে ঝাঁকিয়ে দেওয়ার অভিযোগ। অভিযোগ অর্থোসার্জেন রামেন্দু হোমচৌধুরীর বিরুদ্ধে। পায়ে প্লেট বসানো হয়েছিল রোগিণীর। পায়ের প্লেটের স্ক্রু আলগা হয়ে যাওয়ায় অস্ত্রোপচার। যোধপুর পার্কের নার্সিংহোমে রোগিণীর অস্ত্রোপচার চলছিল। ওটিতে অস্ত্রোপচারের সময় যন্ত্রণায় ছটফট করছিলেন মহিলা। ওটি টেবিলেই রোগিণীকে চড়, চুলের মুঠি ধরে ঝাঁকিয়ে দেওয়ার অভিযোগ। লেক থানা ও মেডিকেল কাউন্সিলে অভিযোগ দায়ের রোগিণীর পরিবারের।