(Source: ECI/ABP News/ABP Majha)
Aj Bangla:‘১১৯৮ থেকেই গৈরিক আদর্শের সঙ্গে আমার পরিচয়’ ওয়েবকুপা বিতর্কে মুখ খুললেন সুকান্ত।Bangla News
ওয়েবকুপা সদস্যপদ বিতর্কে মখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বিজেপির রাজ্য সভাপতি তৃণমূলের অধ্যাপক সংগঠনের সদস্য? সকান্তর সদস্যপদের নথি প্রকাশ্যে এনে দাবি ওয়েবকুপার। ‘১১৯৮ থেকেই গৈরিক আদর্শের সঙ্গে আমার পরিচয়’, দাবি সুকান্তের।
'যতক্ষণ ফাইনাল ডিসিশন হচ্ছে না, ততক্ষণ ফ্রি লি কিছু বলা যাচ্ছে না। ৯ তারিখ যদি না হয়, যদি কোনও আশানুরূপ ফলাফল না হয়, তাহলে আমাকে তো আন্দোলনে কেউ রুখতে পারবে না। আর মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) তো সবার আগে আমি চিঠি লিখেছি। ওঁর দায়িত্ব, ওঁর ভূমিকা সবথেকে বেশি', মন্তব্য ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহের (Arjun Singh)।
দিনহাটায় দলবদল, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর যোগ দিলেন বিজেপিতে। ভোটে সন্ত্রাসের প্রতিবাদে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগের দাবি। ‘একসময় তৃণমূলে ছিল, আগেই সরিয়ে দেওয়া হয়েছিল”। অনিয়ম ধরা পড়ায় আগেই সরিয়ে দেওয়া হয়েছিল, পাল্টা দাবি উদয়নের।