আজ বাংলায়: ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ | Bangla News
উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, বেলাইন বিকানের এক্সপ্রেস। ট্রেন দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু, আশঙ্কাজনক আরও ১৫ জন। ময়নাগুড়ির দোমহনিতে উল্টে যায় আপ বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস (Bikaner-Guwahati Express)। বিকেল ৫টা নাগাদ বেলাইন হয়ে যায় ১৫৬৩৩ আপ বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস। এই দুর্ঘটনায় বহু হতাহতের আশঙ্কা। লাইনচ্যুত হয়ে উল্টে যায় ট্রেনের ১২টি কামরা। দুর্ঘটনার সময় ঘণ্টায় ৪০ কিমি বেগে যাচ্ছিল বিকানের এক্সপ্রেস। সূত্র মারফত জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) কাছ থেকে দুর্ঘটনার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। আইজি উত্তরবঙ্গকে ঘটনাস্থলে যেতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রীর। ট্রেনে ছিলেন ৭০০-রও বেশি যাত্রী। ট্র্যাকের সমস্যাতেই ভয়াবহ দুর্ঘটনা বলে অনুমান। দুর্ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ রেলের। ময়নাগুড়ি হাসপাতালে আনা হল ১৬জন যাত্রীকে। এখনও পর্যন্ত ৪০ জনকে উদ্ধার করা হয়েছে। এনডিআরএফ-এর ২টি দল ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে।
দুর্ঘটনার পর রেলমন্ত্রী জানিয়েছেন, তিনি আজ রাতেই ঘটনাস্থলে পৌঁছবেন। রেলমন্ত্রী জানান, উদ্ধারকাজ চলছে। স্বাস্থ্যকর্মীরাও পৌঁছেছেন। প্রধানমন্ত্রী ফোন করে উদ্ধারকাজ সম্পর্কে বিস্তারিত খবর নিয়েছেন। পাশাপাশি দুর্ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ রেলের। রেলমন্ত্রী আরও বলেন, "সবাইকে উদ্ধার করাই আমাদের প্রাথমিক লক্ষ্য। দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে।"
এদিকে, ট্রেন দুর্ঘটনার উদ্ধারকাজে গতি আনতে এলাকায় বেশ কয়েকটি জেনারেটর বসানো হয়েছে। কোচবিহার, জলপাইগুড়ির পুলিশের একটি বড় দল উদ্ধারকাজে হাত লাগিয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে, ২৮ জন গুরুতর আহত যাত্রীর মধ্যে দুজনের অবস্থা গুরুতর। আহতদের রক্ত প্রয়োজন, প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সংস্থার পক্ষ রক্তের সব ব্যবস্থা করা হচ্ছে।
পাশাপাশি,এই ট্রেন দুর্ঘটনায় ইতিমধ্যেই মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ট্রেন দুর্ঘটনা নিয়ে রেলের গাফিলতির দিকে অভিযোগের আঙুল তুলেছেন রাজধানী এক্সপ্রেসের প্রাক্তন চালক ভিভি সিংহ। তিনি বলেন, "মনে হচ্ছে রেলেরই গাফিলতি ছিল।"