আজ বাংলায়: ভাটপাড়ায় দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে প্রাণ হারালেন অ্যাপ নির্ভর বাইকের চালক
ভাটপাড়ায় ফের বোমাবাজি। দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে প্রাণ হারালেন একজন অ্যাপ নির্ভর বাইকের চালক। নিহতকে বিজেপি কর্মী বলে দাবি করে তৃণমূলকে কাঠগড়ায় তুলেছেন সাংসদ অর্জুন সিংহ। শাসক দলের পাল্টা অভিযোগ, এলাকা দখল নিয়ে বিজেপির অন্তর্দ্বন্দ্বে খুন হয়েছেন অ্যাপ নির্ভর বাইকের চালক। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
কটূক্তি ও মারধরের অভিযোগে গ্রেফতার বিজেপির পঞ্চায়েত সদস্যা।গ্রেফতার বাগদার হেলেঞ্চার বিজেপি পঞ্চায়েত সদস্যা।১ ব্যক্তিকে কটূক্তি ও মারধরের অভিযোগ, বাগদা থানায় অভিযোগ দায়ের।অভিযোগের ভিত্তিতে গ্রেফতার বিজেপির পঞ্চায়েত সদস্যা মাধুরী সরকার।
‘একজন নয়, ঘুষের বিনিময়ে চাকরির টোপ দেওয়ার চক্রে একাধিক ব্যক্তি’, শুভেন্দু ঘনিষ্ঠ রাখাল বেরাকে দফায় দফায় জেরায় তথ্য মিলেছে, দাবি পুলিশ সূত্রে পলাতক আর এক অভিযুক্ত সেচ দফতরের প্রাক্তন কর্মী চঞ্চল নন্দী।রাখাল বেরাকে জেরা করে কাঁথির বাসিন্দা চঞ্চল নন্দীর খোঁজে তল্লাশি। শুভেন্দু অনুগামী বলে রাখালকে ফাঁসানো হচ্ছে, দাবি রাখালের আইনজীবীর।
কার্যত লকডাউনের মধ্যে সরকারি বিধিভিঙ্গের অভিযোগ। পুরুলিয়া জেলার বিজেপির যুব মোর্চার সভাপতি সহ সংগঠনের সব কর্মকর্তার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল পুলিশ।
করোনার জেরে ব্যবসায় মন্দা ছিলই। তার মধ্যে ইয়াসের জেরে বিপুল ক্ষতির মুখে দিঘার ব্যবসায়ীরা। তাঁদের দাবি ছন্দে ফিরতে অন্তত এক বছর সময় লাগবে। সরকারের কাছে জানানো হবে কর ছাড়ের আবেদন।
ইয়াস-বিপর্যয় খতিয়ে দেখতে রাজ্যে পৌঁছল কেন্দ্রীয় দল। স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্মসচিবের নেতৃত্বে রাজ্যে ৭ সদস্যের কেন্দ্রীয় দল। কাল দু’টি দলে ভাগ হয়ে ইয়াস-বিধ্বস্ত এলাকায় যাবেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। কাল দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে যাবে কেন্দ্রীয় দল। পরশু নবান্নে রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় দলের।
নতুন দায়িত্ব পাওয়ার পর পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সির বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল মহাসচিব ও তৃণমূলের রাজ্য সভাপতির সঙ্গে বৈঠক অভিষেকের। পরে পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বাড়িতেও যান অভিষেক। দলের যুব সভাপতি থেকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছেন অভিষেক। এরপরেই তিনি প্রবীণ নেতাদের সঙ্গে দেখা করছেন।
মুকুল রায়ের সল্টলেকের বাড়িতে সৌমিত্র খাঁ। খোঁজ নিলেন মুকুলের অসুস্থ স্ত্রীর।
নদিয়ার নাকাশিপাড়ায় গুলি করে, কুপিয়ে দুই যুবককে খুনের অভিযোগ। পাটিকাবাড়ি গ্রামে উদ্ধার জোড়া মৃতদেহ। পুলিশ সূত্রে খবর, মৃত মোহিত দফাদার ও তেঁতুল দফাদার অপরাধমূলক কাজকর্মে জড়িত ছিল। আজ সকালে গ্রামে পাট খেতের ধারে কিছুটা দূরত্বে দু’জনের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। পুরনো শত্রুতা, নাকি অন্য কোনও কারণে খুন, খতিয়ে দেখছে নাকাশিপাড়া থানার পুলিশ।






























