Aj Banglay: নন্দনে জায়গা পেল না সায়নী-অভিনীত ‘অপরাজিত’। Bangla News
নন্দনে জায়গা পেল না সায়নী-অভিনীত ‘অপরাজিত’। কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। পথের পাঁচালির নির্মাণ ঘিরে অনীক দত্তর ছবি ‘অপরাজিত’। নন্দন কর্তৃপক্ষের উচিত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা। অপরাজিত দেখানো নন্দনের দায়বদ্ধতা। মন্তব্য সায়নীর। সরকারি প্রেক্ষাগৃহর বিরুদ্ধেই নৈতিক বিচার চাইলেন শাসকদলের নেত্রী। এখনও প্রতিক্রিয়া মেলেনি নন্দন কর্তৃপক্ষের।
মেট্রোর কাজে বউবাজারে পরপর বাড়িতে ফাটল। অবশেষে সুড়ঙ্গে জল ঢোকার ১১টি জায়গাই মেরামত করা হয়েছে, দাবি KMRCL-এর। কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন করে যাতে আর জল উঠে না আসে, সেটা সবার আগে দেখা হচ্ছে। চারঘণ্টা অন্তর নেওয়া হচ্ছে রিডিং।
আনিসকাণ্ডে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলেছে নিহত ছাত্রনেতার পরিবার। এই ঘটনার তদন্ত করছে রাজ্য পুলিশের সিট। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট সেই সিটের রিপোর্ট নিয়ে প্রশ্ন তোলার পর, ফের একবার আদালতের নজরদারিতে সিবিআই তদন্ত চেয়ে সরব হয়েছেন আনিস খানের বাবা।