আজ বাংলায়: শীতলকুচিকাণ্ডে ৪ জনের মৃত্যুতে ময়নাতদন্তের রিপোর্ট: সূত্র
শীতলকুচিকাণ্ডের ময়নাতদন্তে জানা গিয়েছে মৃত হামিদুলকে পিছন থেকে গুলি করা হয়েছিল। রিপোর্টে বলে হয়েছে, পিছন থেকে ১০ মিটার দূর থেকে হামিদুলকে গুলি করা হয়েছিল। পালানোর সময় কাছ থেকে হামিদুলকে গুলি। আরেক মৃত মনিরুজ্জামের বুকের বাঁ দিকে গুলি লেগেছে। নিহতদের কারও কোমরের নীচে আঘাতের চিহ্ন নেই। শীতলকুচিকাণ্ডে ময়নাতদন্তের রিপোর্টে এমনই উল্লেখ করা হয়েছে বলে সূত্র মারফৎ জানা গিয়েছে। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ বলেন, 'এটা নিশ্চিতভাবে পরিকল্পিত গণহত্যা।'
ভারতী ঘোষের রোড শো ঘিরে উত্তপ্ত বীরভূমের মারগ্রাম। বিজেপি নেত্রীকে উদ্দেশ্য করে কালো পতাকা দেখায় তৃণমূল কংগ্রেস সমর্থকরা। একই সময়ে বিজেপি সমর্থকরাও স্লোগান দিতে থাকে।






























