আজ বাংলায়: সত্যজিৎ রায়ের নামে চলচ্চিত্র পুরস্কারের ঘোষণা, কুলপিতে ভ্যানে ধাক্কা লোকাল ট্রেনের
ভোটের মুখে বাঙালি আবেগ, সত্যজিৎ রায়ের (Satyajit Ray Prize) নামে চলচ্চিত্র পুরস্কার ঘোষণা কেন্দ্রের। সোমবার দক্ষিণ কলকাতার এক পাঁচতারা হোটেলে টলি তারকাদের সঙ্গে বৈঠকে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর। সোমবার সন্ধ্যায় ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্টের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, পাওলি দাম এক ঝাঁক টলি তারকারা। উপস্থিত ছিলেন অরিন্দম শীল, নিসপাল সিংহ রানে সহ আরও অনেকে। নামখানা থেকে শিয়ালদা যাওয়ার পথে বিপত্তি, কুলপির কাছে লাইনে আটিকে থাকা ভ্যানে ট্রেনের ধাক্কা। ব্যাহত ট্রেন চলাচল। মার্চের প্রথম সপ্তাহেই নির্বাচনের দিন ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। অসমে প্রধানমন্ত্রীর ইঙ্গিতপূর্ণ মন্তব্যে শুরু জল্পনা।






























