আজ বাংলায়: উত্তর ২৪ পরগনা জেলাজুড়ে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, মধ্যমগ্রামে বন্ধ বইমেলা | Bangla News
দেশে করোনা (Corona) পরিস্থিতি ভয়ঙ্কর। একদিনে লক্ষাধিক আক্রান্ত। তা সত্বেও কলকাতার (Kolkata) বাজারে বিধি অমান্যের সেই চেনা ছবি। মাস্ক ছাড়া বাইরে বেরিয়ে নাগরিকদের মুখে নানা অজুহাত।
কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনা (North 24 Parganas) জেলাজুড়েও লাফিয়ে বাড়ছে কোভিড সংক্রমণ। প্রশাসন সূত্রে খবর, জেলার গোবরডাঙা, পানিহাটি পুর এলাকায় ক্রমেই বাড়ছে আক্রান্তের সংখ্যা। সংক্রমণের বাড়বাড়ন্তের কারণে মধ্যমগ্রামে বন্ধ করা হল বইমেলা।
সরকারি আধিকারিক নিয়োগ বিতর্কে প্রধানমন্ত্রীর সামনেই রাজ্যপালের (Jagdeep Dhankhar) সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তাঁর অভিযোগ, কেন্দ্রের পরামর্শ মেনে কাজ করতে গেলেও রাজ্যপাল প্রশ্ন করছেন। যদিও এই বিষয়ে প্রধানমন্ত্রী কোনও মন্তব্য করেননি। তবে শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা।
পুরভোটের আগে শিলিগুড়িতে জমজমাট প্রচার শাসক, বিরোধী - সবপক্ষের। মনিষীদের মূর্তি ধুয়ে প্রচারে নামলেন বিজেপি প্রার্থী নান্টু পাল। বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ সারেন অশোক ভট্টাচার্য। দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার করেন গৌতম দেব।