Aj Banglay: ট্যাংরায় রেক্সিন, ফোম, কাপড়ের গুদামে ভয়াবহ আগুন। Bangla News
ট্যাংরায় ভয়াবহ আগুন। রেক্সিন, ফোম, কাপড়ের গুদামে আগুন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টা চলছে। ঘিঞ্জি এলাকায় আগুন নেভাতে সমস্যা। গুদামে কেউ আটকে রয়েছে কিনা তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আগুন নিয়ন্ত্রণ করাটাই এখন সবথেকে বড় চ্য়ালেঞ্জ। আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে গোটা কারখানাকে। এই মুহূর্তে দমকলের কর্মীরা সমস্ত দিক থেকে আগুন নেভানোর কাজ করছেন। ক্রমশই বাড়ছে আগুনের লেলিহান শিখা। পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হয়ে উঠেছে। কারখানা সংলগ্ন একটি উঁচু বাড়ির জানলায়ও লেগেছে আগুন। আগুন নেভাতে গিয়ে অসুস্থ দমকলের ৩ কর্মী। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১৫টি ইঞ্জিন। ঘটনাস্থলে পৌঁছেছেন দমকল মন্ত্রী সুজিত বোস। দমকলের তরফ থেকে দাবি করা হচ্ছে, আসেপাশের কোনও বাড়িতে কোনও বাসিন্দা আটকে নেই। গুদামের পাঁচিলে ফাটল, ভেঙে পড়ার সম্ভাবনা। দেরিতে এসেছে দমকল, অভিযোগ স্থানীয়দের। বিধ্বংসী আগুনে ভেঙে পড়ল গুদামের চাল। তবে আগুনকে গুদামের মধ্যে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।
বিক্রমগড়ে রান্নার গ্যাস লিক করে বিপত্তি। মশা তাড়ানোর ধূপ জ্বালতেই বাড়িতে বিস্ফোরণ। জ্বলন্ত অবস্থায় ছুটলেন মহিলা। বিস্ফোরণে ভাঙল বাড়ির দরজা, ক্ষতিগ্রস্ত উল্টোদিকের বাড়িও। ‘পাইপ লিক করে গ্যাসে ভরে গিয়েছিল গোটা ঘর’। মশা তাড়ানোর ধূপ জ্বালতেই বিস্ফোরণ-আগুন, দাবি পরিবারের। আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএমে ভর্তি দগ্ধ মহিলা। ঘটনার তদন্ত শুরু করেছে গল্ফগ্রিন থানার পুলিশ।