আজ বাংলায়: কলকাতায় ঝুপড়ির তুলনায় সংক্রমণ বেশি ছড়িয়েছে অভিজাত আবাসন-ফ্ল্যাটগুলিতে। Bangla News
কলকাতা পুলিশেও করোনার থাবা। করোনা আক্রান্ত কলকাতা পুলিশের ডিসি ডিডি স্পেশাল। আক্রান্ত আরও ৩৭ জন পুলিশকর্মী। কলকাতা পুলিশে মোট করোনা আক্রান্ত ১২১ জন। সোমবার পর্যন্ত কলকাতা পুলিশে করোনা আক্রান্ত ছিল ৮৩ জন। আজ ৪ জন আইপিএস সহ আক্রান্ত আরও ৩৭ জন।
কলকাতায় ঝুপড়ির তুলনায় সংক্রমণ বেশি ছড়িয়েছে অভিজাত আবাসন ও ফ্ল্যাটগুলিতে। বিশেষজ্ঞরা মনে করছেন, বর্ষবরণের উৎসব-পার্টি-হুল্লোড়ের জন্য ছড়াতে পারে সংক্রমণ। পরিস্থিতির জন্য আবাসিকদের একাংশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে পুরসভা।
লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এই অবস্থায় বীরভূম জুড়ে কড়া ভূমিকায় পুলিশ প্রশাসন। চালানো হয় নাকা তল্লাশি। বিভিন্ন জায়গা থেকে সরানো হল পর্যটকদের।
করোনা বাড়ছে পশ্চিম মেদিনীপুরেও। ইতিমধ্য়েই খড়গপুর আইআইটিতে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। সংক্রমিত দুই স্বাস্থ্য আধিকারিকও। এই অবস্থায় হাসপাতালের পরিকাঠামো বাড়াতে উদ্যোগ নিল জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতর। বাড়়ানো হয়েছে করোনা পরীক্ষা।
লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতি বীরভূমজুড়ে কড়া ভূমিকায় পুলিশ প্রশাসন। করোনা আবহে তারাপীঠ মন্দির চত্বরে ৫০ জনের বেশি দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তারাপীঠে অনলাইন হোটেল বুকিং বন্ধ রাখার পাশাপাশি বর্তমানে থাকা পর্যটকদের দ্রুত হোটেল ছাড়তে বলা হয়েছে।
মনোয়ন পর্বের শেষদিনে বিজেপি প্রার্থীর তৃণমূলে যোগদান ঘিরে টানটান নাটক আসানসোলে। ২৫ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী হিসাবে রয়েছে পিণ্টু মুখোপাধ্যায়ের নাম। আর পিণ্টু মুখোপাধ্যায় নামক এক ব্যক্তি গতকাল যোগ দিয়েছেন তৃণমূলে। নিজেকে ২৫ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী বলে দাবি করেছেন তিনি। বিজেপি বলছে, এই পিণ্টু প্রার্থী পিণ্টু নয়। তা নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে তৃণমূল।
পুরভোটের মুখে বাঁকুড়া শহরের বিভিন্ন জায়গায় গেট তৈরি করছে তৃণমূল পরিচালিত পুরসভা। প্রশাসক মণ্ডলী সূত্রে খবর প্রায় ২৫ লাখ টাকা ব্যায়ে গড়ে তোলা হচ্ছে ৭ টি গেট। তা নিয়েই বিতর্ক। ভোটের আগে চমকের রাজনীতি বলে কটাক্ষ বিজেপির।