আজ বাংলায়: নির্বাচন কমিশন কর্তাদের চ্যাট ফাঁস করে আক্রমণ মমতার, পাল্টা বিজেপি
হোয়াটসঅ্যাপ চ্যাটকে হাতিয়ার করে পর্যবেক্ষকদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি ফের কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ তৃণমূল কর্মীদের ভোটের আগে আটক করার ফন্দি আঁটা হয়েছে। ভোটের পরে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দেন তৃণমূলনেত্রী। বিষয়টি নিয়ে পাল্টা তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছে বিজেপি।
তৃণমূল-বিজেপি সংঘর্ষে অগ্নিগর্ভ নৈহাটি। একের পর এক বোমায় কেঁপে উঠল এলাকা। উঠল গুলি চালানোর অভিযোগও। ১৪ জন বিজেপি কর্মীকে আটক করার প্রতিবাদে থানা ঘেরাও করে বিজেপি। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠলেও পাল্টা বিজেপির দিকে আঙুল তুলেছে শাসক দল।
প্রচারে গিয়ে বিজেপি কর্মীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল রতুয়ার তৃণমূল প্রার্থী সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। ভোটের দু'দিন আগে দলীয় প্রার্থীর বিরুদ্ধে মন্তব্যের কারণে দল থেকে বহিষ্কৃত মুর্শিদাবাদের রানিনগরের তৃণমূল ব্লক সভাপতি। যদিও নিজের বক্তব্যে অনড় বহিষ্কৃত নেতা।