আজ বাংলায়: ফের বিজেপির জয় শ্রীরামের পাল্টা জয় বাংলা স্লোগান মমতার, যুব নেতার মৃত্যুর তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ DYFI
দক্ষিণ চব্বিশ পরগণায় দুই হাই ভোল্টেজ সভা। বৃহস্পতিবার নামখানায় জনসভা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সেখানে অমিত শাহ হলেন, জয় শ্রীরাম ধ্বনি নিয়ে বাংলায় ঘরে ঘরে পৌঁছে যাবেন বিজেপি কর্মীরা। একই দিনে পৈলানে তৃণমূল কংগ্রেসের কর্মিসভায় যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সভা শেষে সেখানে ফের 'জয় বাংলা' স্লোগান তোলেন মুখ্যমন্ত্রী। কোচবিহারের পর এবার নামখানা। অমিত শাহের সভার আগে ফের ব্যানার ঘিরে বিতর্ক। কোচবিহারে সভার সেই বিতর্কিত ব্যানার কে বা কারা দিয়েছিল জানা যায়নি। যদিও নামখানায় ব্যানারে নাম রয়েছে SFI-এর। বৃহস্পতিবার নামখানা থেকে বিজেপির পঞ্চম রথযাত্রার সূচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তার সভার আগেই এলাকায় অমিত শাহের নামে ব্যানার টাঙিয়ে দেয় বাম ছাত্র সংগঠন SFI। শুধু ব্যানার নয় রাস্তায় চল দিয়ে লিখেও প্রতিবাদ জানানো হয়। জাকির হোসেনের উপর হামলায় ক্রমশ চড়ছে শাসক বিরোধী তরজা। কেন নিরাপত্তা দিল না রেল? প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়, পাল্টা বলল রেল দফতর। এই ঘটনায় অধীর চৌধুরীর দিকে আঙুল তুলেছেন মুর্শিদাবাদের জেলা তৃণমূল কংগ্রেস কো-অর্ডিনেটর। অভিযোগ উড়িয়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। দলীয় নেতা মইদুল ইসলাম মিদ্যার মৃত্যুতে বিচার বিভাগীয় তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করল DYFI। সোমবার বিচারপতি রাজেশ বিন্দালের এজলাসে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। ১১ ফেব্রুয়ারি বাম ছাত্র যুব সংগঠনের নবান্ন অভিযানে এলোপাথাড়ি লাঠিচার্জ করে পুলিশ। সেখানে পুলিশের লাঠির ঘায়ে জখম হন DYFI নেতা মইদুল ইসলাম মিদ্যা। গত সোমবার নার্সিংহোমে তার মৃত্যু হয়।