আজ বাংলায়: প্রথমবার বিধায়ক হয়ে জল্পনা বাড়ালেন মুকুল রায়, বললেন, 'যা বলার পরে বলব'
বিধানসভায় শপথ নিয়েও নীরব মুকুল রায় (Mukul Roy)। জল্পনা বাড়িয়ে বললেন, "যা বলার পরে ডেকে বলব।" থাকছেন না বিজেপির (BJP) পরিষদীয় দলের বৈঠকেও। শুভেচ্ছা বিনিয় তৃণমূলের সুব্রত বক্সির সঙ্গে। কী বলবেন মুকুল জল্পনা তুঙ্গে? অন্যদিকে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে বিধানসভার অধিবেশনে আর উপস্থিত থাকবেন না দলের বিধায়করা। অধ্যক্ষ নির্বাচনেও উপস্থিত থাকবেন না বিজেপির বিধায়করা।
স্টাফ স্পেশালে ওঠার অনুমতি দেওয়া হোক স্বাস্থ্যকর্মীদের। রেলকে চিঠি দিল রাজ্য সরকার। হাওড়া ও শিয়ালদার ডিআরএম-কে চিঠি দিয়ে রাজ্য জানিয়েছে, 'অনেক স্বাস্থ্যকর্মী প্রতিদিন ট্রেনে যাতায়াত করেন। পরিচয়পত্র দেখিয়ে স্বাস্থ্যকর্মীদের যাতায়াতের প্রয়োজনীয় নির্দেশ দিক রেল।' চিঠিতে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম।
শুক্রবার বিকেল থেকেই জেলার জেলায় ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। মালদার মানিকচকে ইতিমধ্যেই বাজ পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে মালদার মানিকচকে প্রবল ঝড়বৃষ্টি হয়েছে। বাজ পড়ে মথুরাপুর পাঠানপাড়া এলাকায় এক বৃদ্ধা ও এক কিশোরের মৃত্যু হয়েছে।