Aaj Banglay : তুফানগঞ্জে শ্লীলতাহানিতে অভিযুক্তকে ধরতে গিয়ে ‘আক্রান্ত’ পুলিশ । Bangla News
তুফানগঞ্জে শ্লীলতাহানিতে অভিযুক্তকে ধরতে গিয়ে ‘আক্রান্ত’ পুলিশ। অভিযুক্তকে গ্রেফতারিতে ‘বাধা’ গ্রামবাসীদের একাংশের। পুলিশকে ঘিরে ধরে হেনস্থার অভিযোগ। পাল্টা লাঠিচার্জের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। পুলিশের মারে এক বৃদ্ধার পা ভেঙে গেছে বলে অভিযোগ। লাঠিচার্জের অভিযোগ অস্বীকার পুলিশের। পড়ে গিয়ে পা ভেঙেছেন বৃদ্ধা, দাবি পুলিশের। মূক-বধির নাবালিকাকে শ্লীলতাহানিতে অভিযুক্ত পলাতক।
গৃহবধূর আপত্তিকর ছবি ভাইরাল করার ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ। দিঘায় ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রতিবেশী যুবক, এলাকায় উত্তেজনা। অভিযুক্তর মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ।
হাঁসখালিকাণ্ডে মূল অভিযুক্ত ব্রজ ওরফে সোহেল গয়ালি-সহ তিনজনের ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করল সিবিআই। সূত্রের খবর, নির্যাতিতার মা-বাবারও ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে। হাঁসখালির ধর্ষণ-খুনের মামলায় পুলিশ যাঁদের বয়ান নিয়েছিল, এবার তাঁদের জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। খবর সূত্রের। এদিকে আজই নির্যাতিতার বাড়িতে যান মহম্মদ সেলিম। পরিবারের সঙ্গে দেখা করার পর মুখ্যমন্ত্রী ও পুলিশকে নিশানা করেন সিপিএমের রাজ্য সম্পাদক।
হাওড়ার আমতার নিহত ছাত্রনেতা আনিস খানের খুনে সিবিআই তদন্তের দাবিতে অনড় পরিবার। আজ ফের ওই দাবি তুললেন নিহত ছাত্রনেতার বাবা ও দাদা। আনিস হত্যার প্রকৃত তদন্তের দাবিতে আজ দুপুরে আমতা থানার সামনে বিক্ষোভ দেখায় আইএসএফ-এর ছাত্র সংগঠন।
পেট্রোল আনতে পাঠিয়েছিলেন লালন শেখের ভাগ্নে ডলার। বগটুই অগ্নিকাণ্ডে বিস্ফোরক দাবি করলেন ধৃত টোটোচালক রিটন শেখ। ঘটনার পর থেকেই মামা লালনের মতো উধাও ভাগ্নে। এদিকে, নিহত তৃণমূল নেতা ভাদু শেখের আর্থিক লেনদেনের খতিয়ে দেখছে সিবিআই।