Vaccine: রাজ্যে ভ্যাকসিনের স্টক নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল, পাল্টা কটাক্ষ তৃণমূলের
রাজ্যে ভ্যাকসিনের অভাবের মাঝেই শুরু হল তরজা। ‘স্টকে ভ্যাকসিন নেই, একথা কি এখনও বলতে পেরেছে রাজ্য?’ প্রশ্ন তুললেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ‘উনি কি স্টোরকিপার?’ পাল্টা কটাক্ষ তৃণমূলের। রাজ্যপালের ভূমিকার সমালোচনায় বামেরাও। যদিও বিজেপির দাবি, ভ্যাকসিন নিয়ে ঠিক পথেই এগোচ্ছে কেন্দ্র।
দুঃস্থদের সেবা করতে গিয়ে অক্সিজেন প্রতারণার শিকার তরুণী। আসানসোলের কুলটির ঘটনা। সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেখে সিলিন্ডারের অর্ডার দেন ওই তরুণী। ৪ দফায় ৫৮ হাজার টাকা পেমেন্ট করলেও মেলেনি সিলিন্ডার। তদন্তে কুলটি পুলিশ ও সাইবার সেল।
বাম যুবদের রেড ভলান্টিয়ার্সের পাল্টা এবার তৃণমূল কংগ্রেসের সবুজ সঙ্গী। শাসক দলের এই সংগঠনের দাবি, অতিমারীর সময় মানুষের পাশে থাকতে রাজ্যজুড়ে নেমে পড়েছেন সবুজ সঙ্গীরা। বামেদের কাজকর্ম লোক দেখানো বলে কটাক্ষ করেছে তৃণমূলের এই সংগঠন। পাল্টা জবাব দিয়েছে বামেরা।
তৃণমূল নেতার উদ্যোগে বীরভূমের সাঁইথিয়ায় ঘরে ফিরলেন বিজেপির ঘরছাড়ারা। ফিরেই তুলে নিলেন তৃণমূলের পতাকা। উন্নয়নে সামিল হতেই দলবদল, দাবি তৃণমূলের। ভয় দেখিয়ে রোখা যাবে না, পাল্টা হুঁশিয়ারি বিজেপির।
কোচবিহারের এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালে পড়ে রয়েছে ব্যবহৃত পিপিই ও মাস্ক। সাফাইকর্মীদের গাফিলতি, দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।