New Year 2022: আজ বাংলায়: হংকং থেকে উত্তর কোরিয়া, সিডনি থেকে শ্রীভূমি, বর্ষবরণে মেতেছে গোটা বিশ্ব। Bangla News
বর্ষবরণে মেতেছে হংকং থেকে উত্তর কোরিয়া। অকল্যান্ডে আলোর রোশনাই, লেজার শো। অস্ট্রেলিয়ার সিডনিতেও বর্ষবরণের অনুষ্ঠান।
রাজ্যেও বর্ষবরণের ছবি। পার্কস্ট্রিট, অ্যালেন পার্ক, শ্রীভূমিও তৈরি নতুন বছরকে স্বাগত জানানোর জন্য। কিন্তু কোভিডের চোখ রাঙানি ভিড়ের উপর প্রভাব ফেলেছে। করোনা আবহে কড়া নজরদারি পুলিশের। মাস্ক না পড়লে নেওয়া হচ্ছে কড়়া নিরাপত্তা। শহরের দর্শনীয় স্থানগুলিতে সচেতনামূলক প্রচার। বর্ষবরণের রাতে পার্ক স্ট্রিটে চলছে গাড়ি।
বর্ষবরণের উত্সবে কোভিড বিধি বলবৎ করতে তত্পর কলকাতা পুলিশ। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে পুলিশের নজরদারি। মাস্ক না পরে কাউকে ঘোরাঘুরি করতে দেখলেই পুলিশ কর্মীরা তাঁকে মাস্ক পরতে বলছেন। কখনও কোভিড বিধি অমান্যকারীদের পুলিশের ধমকও খেতে হচ্ছে। করোনা পরিস্থিতির কথা বলে সতর্কও করে দিচ্ছেন পুলিশ কর্মীরা।
শহরের প্রতিটি দর্শনীয় স্থানে কলকাতা পুলিশের তৎপরতা। ভিক্টোরিয়া মেমোরিয়ালে (Victoria Memorial) আগত দর্শনার্থীদের জন্য মাইকে প্রচার করে সতর্কবার্তা পুলিশের (Kolkata Police)। তিলোত্তমাজুড়ে কড়া নজরদারি। আলিপুর চিড়িয়াখানার (Alipur Zoo) বিভিন্ন প্রান্তে মাইকে প্রচার পুলিশের। মাস্ক পরার আবেদন।