তারকা প্রার্থীদের নিয়ে তৃণমূলের অন্দরে ক্ষোভের সুর, বাড়ি বাড়ি প্রচারে জোর দিলেন বাম প্রার্থীরা
তারকা প্রার্থীদের বহিরাগত তকমা দিয়ে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। দ্রুত অসন্তোষ মিটবে বলে আশাবাদী তৃণমূলের তারকা প্রার্থীরা। অন্যদিকে শুক্রবার প্রার্থী ঘোষণার পর শনিবার প্রচারে নেমে পড়ল তৃণমূল কংগ্রেস ও বাম-কংগ্রেস-আইএসএফ জোট। দেওয়াল লিখলেন সুজিত বসু, রত্না চট্টোপাধ্যায়রা। প্রথম দুই দফার প্রতীক বিলি করল তৃণমূল। বাড়ি বাড়ি প্রচারে জোড় দিলেন বাম প্রার্থীরা। শনিবার বালিগঞ্জে ২ পুলিশ পর্যবেক্ষকের কাছে বিজেপির প্রতিনিধিদল। ভোটের অশান্তির আশঙ্কায় পর্যবেক্ষকের কাছে নালিশ। পুলিশের পোস্টাল ব্যালটের কারচুপির আশঙ্কায় অভিযোগ। আগের ভোটে অশান্তির প্রসঙ্গ তুলে অভিযোগ। শনিবার রাত ৮ টা নাগাদ ডোমজুড়ে সলপে দলীয় কর্মীদের নিয়ে সভা করে ফেরার সময় রাজীব বন্দ্যোপাধ্যায়কে ঘিরে কালো পতাকা দেখায় তৃণমূল কংগ্রেস কর্মীরা। সেখানে রাজীবের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনী তখন বিক্ষোভকারীদের দিকে লাঠি নিয়ে তেড়ে যায়। কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জে ২-৩ জন গুরুতর আহত হয়েছেন। ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে তৃণমূল। হাওড়া-আমতা রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়। আগামীকাল বিজেপির ব্রিগেড সমাবেশে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেজন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে ব্রিগেডে পৌঁছতে শুরু করেছেন তৃণমূল সমর্থকরা।





























