এক্সপ্লোর
ঘরের ছেলেকে শেষ শ্রদ্ধা জানাতে গোটা গ্রামে আজ অরন্ধন
আলিপুরদুয়ারের শামুকতলার বাড়িতে ফিরছে চিনা হামলায় নিহত জওয়ানের কফিনবন্দি মৃতদেহ। ঘরের ছেলেকে শেষ শ্রদ্ধা জানাতে প্রস্তুত গোটা গ্রাম। বাড়ির সামনে তৈরি হয়েছে মঞ্চ। সোমবার লাদাখের গালওয়ান সীমান্তে চিনা হামলায় নিহত হন জওয়ান বিপুল রায়। গ্রামের ছেলের মৃত্যু সংবাদে গোটা গ্রামে অরন্ধন।

























