এক্সপ্লোর
Ananda Live : "একটাও চিটিংবাজকে সমর্থন করবেন না, ছারপোকার মতো টিপে মারুন", হুঙ্কার মদনের
‘চিটিংবাজ, ফেরেববাজে চারিদিক ভরে গেছে, ছারপোকার মতো মারুন’। ‘একটাও চিটিংবাজকে সমর্থন করবেন না, ছারপোকার মতো টিপে মারুন’। চিটিংবাজদের ছারপোকার মতো টিপে মারতে মদন মিত্রের ফরমান। ‘চাকরি দেব বলে ৭ লাখ, ১০ লাখ, ২০ লাখ করে টাকা নিচ্ছে’। ‘খালি টেট দেখছেন, পার্থ নিয়ে দল তো সিদ্ধান্ত নিয়েই নিয়েছে’। ‘পার্থকে নিয়ে দল সিদ্ধান্ত নিয়েছে, বাইরে কত লিস্টেড ঘুরে বেড়াচ্ছে’। ‘যারা রক্ত, মায়ের গয়না বিক্রির পয়সায় চিটিংবাজি করে, তাদের বাঁচার অধিকার নেই’। কামারহাটিতে ছট পুজোর অনুষ্ঠানে তৃণমূল বিধায়ক মদন মিত্রের হুঙ্কার।






























