Aanda Sakal: RG Kar কাণ্ডের দশ মাসের মাথায় আরেক ভয়াবহ ঘটনা ! ফের প্রশ্নের মুখে নারী নিরাপত্তা
Ananda Sakal: আর জি করকাণ্ডের দশ মাসের মাথায় আরেক ভয়াবহ ঘটনার সাক্ষী হল রাজ্য়। ক্য়াম্পাসের মধ্য়েই তাঁকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করলেন সাউথ ক্য়ালকাটা ল কলেজের এক ছাত্রী। ঘটনায় তৃণমূলকর্মী-সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণে অভিযুক্ত, ধৃত মনোজিৎ মিশ্রের সঙ্গে একাধিক তৃণমূল নেতার ছবি সামনে এসেছে। মন্ত্রী থেকে তৃণমূল বিধায়ক, ছাত্র সংগঠনের রাজ্য সভাপতি--কে নেই তালিকায়! এরইমধ্যে শুভেনদু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মনোজিৎ মিশ্রের একটি ছবি পোস্ট করে আক্রমণ শানিয়ে লিখেছেন, "অপরাধের সাম্রাজ্য এমনি এমনি স্থাপিত হয়নি। বিভিন্ন কুকীর্তিবাজদের সান্নিধ্যে ফুলে ফেঁপে বড়ে হয়েছে!" মোদি-সহ অন্যান্য বিজেপি নেতাদের সঙ্গে বিভিন্ন ঘটনায় অভিযুক্তদের ছবি দেখিয়ে পাল্টা আক্রমণের পথে হেঁটেছে তৃণমূল। অন্যদিকে, প্রায় নিয়মিত দলের নানা কর্মসূচি সোশাল মিডিয়ায় পোস্ট করতেন তৃণমূল কর্মী মনোজিৎ






























