আনন্দ সকাল (১): ‘বাংলাকে গুজরাত বানাবে বিজেপিই’, বারাসাতে দাবি দিলীপের, সঙ্গে অন্যান্য খবর
আপামর বাঙালীর মন খারাপ। দীর্ঘ ৪০ দিন রোগ ভোগের পর গতকাল অনন্তের পথে পাড়ি দিয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। শোকস্তব্ধ সবাই। অন্যদিকে বাংলাকে বিজেপি গুজরাত বানাবে, দাবি বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। আজ বারাসাতে এক কর্মসূচিতে যোগ দিয়ে দিলীপ ঘোষ জানান, অন্য কোথাও যাতে রাজ্যের বাসিন্দাদের চাকরির জন্য যেতে না হয়, তার জন্য বাংলাকে গুজরাত তৈরি করবে বিজেপি। তিনি জানান, টাটারা ফিরে গেছেন, আর অন্য কাউকে ফিরতে দেওয়া হবে না। পাশাপাশি চিংড়িহাটায় ধুন্ধুমার। এক কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে ক্লাব ভাঙচুরের অভিযোগ। গতকাল রাতের ঘটনা। অভিযোগ, কালীপুজোর দিন চিংড়িহাটার শান্তিনগরের এক ক্লাবে হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী। তাদের টার্গেট ছিল, এলাকার এক যুবক। সেই সময়ে যুবককে দুষ্কৃতীদের হাত থেকে বাঁচিয়ে দেন ক্লাবের সদস্যরা। অভিযোগ, তারই জেরে রবিবার রাতে ওই ক্লাবে ফের হামলা হয়। আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতরা এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন।