আনন্দ সকাল (২): দেশ-রাজ্যের করোনা চিত্র থেকে বিহারের নতুন মন্ত্রীসভার অঙ্ক, ঝলকে যাবতীয় খবর
প্রায় চার মাস পরে দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা নেমেছে ৩০ হাজারে। গত ২৪ ঘণ্টায় গোটা দেশে আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ৫৪৮। সোমবার ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩ হাজার ১২ জন। মৃত্যু হয়েছে ৫৩ জনের। রাজ্যে সুস্থতার হার ৯১.৮১ শতাংশ। দৈনিক সংক্রমণের নিরিখে রাজ্যের মধ্যে শীর্ষে কলকাতা। ৭২৮ জন আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায়। উত্তর ২৪ পরগণায় সংখ্যাটা ৭১৮। এই প্রেক্ষাপটে ভারতে শুরু হচ্ছে কোভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল। কিন্তু সাধারণ মানুষের হাতে আসবে কবে, সেটাই এখন প্রশ্ন। অন্যদিকে বিশ্বে করোনায় বাড়ল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। বাড়ল দৈনিক সুস্থতার সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭ হাজার ১৯৬ জনের। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ লক্ষ ২৭ হাজার ৩২৭। পাশাপাশি কয়লাকাণ্ডে আয়কর দফতরের পর এবার নজর সিবিআইয়ের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, কয়লা ব্যবসায়ী অনুপ মাঝি ওরফে লালার বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে আয়কর দফতর কী কী তথ্য পেয়েছে, চিঠি দিয়ে জানতে চাইল সিবিআই।