Ananda Sokal: দ্রোহের আলো কর্মসূচিতে অংশগ্রহণকারীদের উপর এক্সাইড মোড়ে হামলা
ABP Ananda Live: আজ সুপ্রিম কোর্টে (Supreme Court) ফের আর জি কর (RG Kar News) মামলার শুনানি। তার আগের দিন দ্রোহের আলো কর্মসূচিতে অংশগ্রহণকারীদের উপর এক্সাইড মোড়ে হামলা। মারধর, গাড়ি ভাঙচুরের অভিযোগ ‘দ্রোহের আলো’ কর্মসূচি থেকে ফেরার পথে আন্দোলনকারীদের হুমকি, মারধর, গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল। আন্দোলনকারীদের দাবি, অভিযুক্তরা কালীপুজোর বিসর্জন সেরে ফিরছিল। অভিযোগ, রাসবিহারী থেকে ফেরার সময়, ‘দ্রোহের আলো’ ব্যাজ দেখে অভিযুক্তরা হুমকি দিতে শুরু করে। এরপর গাড়ি ধাওয়া করে এক্সাইড মোড়ে এসে আন্দোলনকারীদের রাস্তা আটকানো হয়। ভেঙে দেওয়া হয় গাড়ির কাচ। আন্দোলনকারীরা প্রতিবাদ করায় মারধরও করা হয় বলে অভিযোগ। আন্দোলনকারীদের দাবি, ময়দান ও শেক্সপিয়র সরণি থানায় ফোন করেও পুলিশ আসেনি। এরপর ১০০ ডায়ালে ফোন করায়, শেক্সপিয়র সরণি থানার পুলিশ আসে। শেষপর্যন্ত ওই থানায় অভিযোগ দায়ের করেন আন্দোলনকারীরা। এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ।