Ananda Sakal II: পরিবেশকে উপেক্ষা করার মাশুল দিল উত্তরাখণ্ড? বিপর্যয়ের পর উঠছে প্রশ্ন
তুষারধস, হড়পা বানে বিপর্যস্ত উত্তরাখণ্ডের চামোলিতে (Chamoli) চলছে উদ্ধারকাজ। এ পর্যন্ত ২৬ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। তপোবনের একটি সুড়ঙ্গের ভিতরে দুটি গাড়ি ও একটি মাটি কাটার যন্ত্র দেখা গিয়েছে। সেগুলির ভিতরে কেউ কেউ আটকে রয়েছেন বলে আশঙ্কা। ওই সুড়ঙ্গের ভিতর আটকে পড়েছেন বেসরকারি সংস্থার এক পদাধিকারিক। এছাড়াও, ২ ইঞ্জিনিয়র ও কয়েকজন শ্রমিকও সুড়ঙ্গে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে পরিবেশকে উপেক্ষা করে যত্রতত্র নির্মাণই কি ডেকে আনছে বিপদ? উত্তরাখণ্ডের চামোলিতে ভয়াবহ বিপর্যয়ের পর আরও একবার এই প্রশ্ন উঠছে। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। অন্যদিকে উত্তরাখণ্ডে হিমবাহ বিপর্যয়ের জেরে নিখোঁজ পূর্ব মেদিনীপুরের মহিষাদলের (Mahishadal) তিন যুবক। ঘটনার আগেও তাঁদের সঙ্গে পরিজনদের ফোনে কথা হলেও খোঁজ নেই কারও। তিনজন যাতে সুস্থভাবে ফেরে তার জন্য প্রশাসনের কাছে আর্জি জানিয়েছে শ্রমিকদের পরিবার।