তৃণমূল-বিজেপির প্রার্থীতালিকা নিয়ে জল্পনা, অব্যাহত জোটের জট, আরও খবর Ananda Sakal II
টলিপাড়া আজ সবুজ-গেরুয়া শিবিরে বিভক্ত। দুই দলে এই বিপুল সংখ্যক তারকাদের মধ্যে কাদের প্রার্থী (Candidate) করা হবে তা নিয়ে চলছে জল্পনা। তৃণমূল (TMC) সূত্রে খবর, প্রার্থী করা হতে পারে রাজ চক্রবর্তী (Raj Chakraborty), সোহম চক্রবর্তী (Soham Chakraborty), জুন মালিয়া, কাঞ্চন মল্লিক (Kanchan Mallick), সায়নী ঘোষ। অন্যদিকে বাম, কংগ্রেস ও আইএসএফ। তিন পক্ষই জোট করতে রাজি। ব্রিগেডে হাত ধরাধরি করে বার্তাও দিয়েছেন সংযুক্ত মোর্চার নেতারা। এখনও পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে কংগ্রেস লড়াই করবে ৯২টি আসনে। বামফ্রন্টের হাতে রয়েছে ১৭২টি আসন। আইএসএফকে ৩০টি আসন ছেড়েছে বামেরা। ২০১৬ সালের বিধানসভা ভোটে কংগ্রেস লড়াই করেছিল, এমন ১০টি আসন দাবি করেছে আব্বাস সিদ্দিকির দল। সূত্রের খবর, তার মধ্যে দক্ষিণবঙ্গের ৭টি আসন ছাড়তে রাজি হয়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। এদিকে বাঁকুড়ার বড়জোড়া থানার তাজপুর গ্রামে দেওয়াল লেখাকে কেন্দ্র করে উত্তেজনা। তৃণমূল এবং বিজেপির সংঘর্ষে আহত হয়েছেন পাঁচজন বিজেপি কর্মী। বিজেপির অভিযোগ, গতকাল সন্ধের সময় তাদের প্রতীক আঁকা কয়েকটি দেওয়ালে তৃণমূল কর্মীরা জোর করে পোস্টার সেঁটে দেন। এই নিয়েই বচসা বাধে। অভিযোগ, তারপরেই দুপক্ষের কর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয়।