Ananda Sakal II: রাজ্যে ফের জাঁকিয়ে শীত, এক ধাক্কায় পারদ নামল ২ ডিগ্রি ও অন্য খবর
আজ সিমলা স্ট্রিটে (Simla Street) চা চক্রে গিয়ে বক্তব্য রাখেন দিলীপ ঘোষ। তিনি বলেন, "সারা দেশ এগোচ্ছে, পশ্চিমবঙ্গ পিছিয়ে যাচ্ছে। সারা দেশ থেকে আগে বাংলায় মানুষ চাকরি করতে আসত, এখন তারা বহিরাগত হয়ে গেছে। আগে জুট মিলে অনেকে কাজ করত, এখন জুট মিল বন্ধ। চা বাগানেও কত বাঙালি কাজ করতেন। তাঁরা এখন খেতে পাচ্ছেন না। দিদিমণি বলছেন ১০০টি স্কুল তৈরি করবে। কী হবে পড়ে? চাকরিই তো পাবে না। দুয়ারে দুয়ারে সরকার হল কিন্তু দিদির ভাইদের কাউকে নিজেদের দুয়ারের বাইরে যেতে দেখলাম না", কটাক্ষ দিলীপ ঘোষের।
অন্যদিকে উত্তরাখণ্ডে (Uttarakhand) ফিরল ৮ বছর আগের কেদারনাথের ভয়াবহ স্মৃতি। ফের মেঘভাঙা বৃষ্টিতে উত্তরাখণ্ডে তুষারধস। নিখোঁজ প্রায় দেড়শো জন, জানাল উত্তরাখণ্ড প্রশাসন। উত্তরাখণ্ড প্রশাসনের দাবি, মেঘভাঙা বৃষ্টির জেরে ভেঙে যায় নন্দাদেবী হিমবাহ। এদিকে রাজ্যে ফের জাঁকিয়ে শীত। এক ধাক্কায় পারদ নামল ২ ডিগ্রি। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ শিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগামী ৯৬ ঘণ্টায় পারদ নেমে পৌঁছতে পারে ১২ ডিগ্রি সেলসিয়াসে।