আনন্দ সকাল (৩): রবীন্দ্র সরোবরে ছট পুজো এবার হবে কি? কী জানাল হাইকোর্ট
প্রায় সাড়ে ৭ মাস পর রাজ্যে চালু হল লোকাল ট্রেন পরিষেবা। ইতিমধ্যেই পেরিয়ে গেছে চার ঘণ্টারও বেশি। শুরু হয়েছে অফিস টাইম। হাওড়া স্টেশনের ছবি অন্যসময়ের থেকে অনেকটাই আলাদা। সকাল থেকেই একাধিক স্টেশনে চলছে মাইকিং। সোনারপুর স্টেশনে আরপিএফ কর্মীরা খুবই তৎপর। প্ল্যাটফর্মে নেই অবাঞ্ছিত ভিড়ের ছবি। অন্যদিকে বিহারের বিধানসভা নির্বাচনে কড়া টক্কর।
লালু-পুত্র তেজস্বীর সঙ্গে মোদির দুর্ধর্ষ লড়াই। জোটের মুখ নীতীশ হলেও, আসনের নিরিখে তাঁদের টপকে এগিয়ে বিজেপি। ১৫ বছর ধরে সরকার চালানোর পর নীতীশ কুমারের বিরুদ্ধে মানুষের মনে যে ক্ষোভ তৈরি হয়েছে, তা পূরণের মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি। করোনা সঙ্কটের জেরে দূরত্ববিধি মানতে হয়েছে। ফলে বিহার ভোটে বুথের সংখ্যা অনেক বেড়েছে। ফলে গণনা প্রক্রিয়াও ধীরগতিতে চলছে। এখনও চলছে গণনা। শুরু হয়েছে বিজেপি সমর্থকদের উল্লাস। অন্যদিকে আরজেডিও বলে চলেছে, সরকার তাঁদেরই হবে।