Ananda Sakal III: জোরালো হচ্ছে কৃষক আন্দোলন, জয়পুর থেকে দিল্লি মার্চের ঘোষণা রাজস্থানের কৃষকদের
আজ বিজেপির উত্তরকন্যা অভিযান। ইতিমধ্যেই শিলিগুড়িতে হাজির হয়েছেন দলের কর্মী-সমর্থকরা। বিজেপি সূত্রে খবর, দুটি পয়েন্ট থেকে উত্তরকন্যার দিকে এগোবে মিছিল। একটি মিছিল শুরু হবে শিলিগুড়ির নৌকাঘাট থেকে। নেতৃত্ব দেবেন বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijaybargiya)। অন্য মিছিলটি বেরোবে ফুলবাড়ি থেকে। সেই মিছিলের নেতৃত্বে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। উত্তরকন্যা অভিযানকে ঘিরে প্রস্তুতি নিয়েছে পুলিশ প্রশাসনও। বাইরের কয়েকটি জেলা থেকেও আনা হয়েছে পুলিশ বাহিনী। বিভিন্ন জায়গায় তৈরি করা হয়েছে ব্যারিকেড। রয়েছেন মহিলা পুলিশকর্মীরাও। রাখা হয়েছে জল কামান, কাঁদানে গ্যাস। আগামীকাল সারা ভারতজুড়ে কৃষক ধর্মঘটের কথা বলা হয়েছে। কৃষক সংগঠনগুলির এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে ১৩টি রাজনৈতিক দল। কংগ্রেস, বাম দলগুলি, সমাজবাদী পার্টি, RJD, DMK ছাড়াও আন্দোলনকে সমর্থন করছে শিবসেনা, BSP, আম আদমি পার্টি। দিল্লির রাস্তায় নেমে কৃষকদের সমর্থন জানানো হবে বলে ইতিমধ্যেই AAP-এর তরফে জানানো হয়েছে। জয়পুর থেকে দিল্লি পর্যন্ত মার্চ করা হবে বলে জানিয়েছেন রাজস্থানের কৃষকরা। ব্যাঙ্গালোরে কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে চলবে ধর্না।