এক্সপ্লোর
আনন্দ সকাল (১): 'দেশের কয়েকটি জেলায় করোনার গোষ্ঠী সংক্রমণ', শীতে দ্বিতীয় ঢেউ?
করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে। দেশের কয়েকটি জেলায় শুরু হয়েছে গোষ্ঠী সংক্রমণ, কিন্তু তা দেশের সার্বিক ছবি নয়, জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। যদিও এই শীতে দেশে করোনা সংক্রমণে দ্বিতীয় ঢেউ আসার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না কেন্দ্রের তৈরি কমিটি। এরই মধ্যে ভ্যাক্সিনেশন প্রোগ্রামের রূপরেখা তৈরিতে পদক্ষেপ রাজ্যের। অন্যদিকে রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়াল। রবিবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৬৪ জনের মৃত্যু হয়েছে। একদিনে রেকর্ড সংক্রমিত ৩ হাজার ৯৮৩। কমেছে দৈনিক সুস্থতার সংখ্যাও।






























