(Source: ECI/ABP News/ABP Majha)
Ananda Sakal IV: অনুব্রতর গড়ে আজ বিজেপির রথযাত্রা, তারপীঠ মন্দিরে পুজো দেবেন নাড্ডা
আজ থেকে অনুব্রত মণ্ডলের গড়ে গড়াবে বিজেপির রথের চাকা। এদিন দিল্লি থেকে সরাসরি অন্ডাল বিমানবন্দরে নেমে কপ্টারে চড়ে তারাপীঠে পৌঁছবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে চিলার মাঠে জনসভা করবেন জেপি নাড্ডা (JP Nadda)। সেখান থেকেই পরিবর্তন যাত্রার সূচনা হবে। তার আগে গোটা এলাকায় কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। বীরভূম জেলার ১১টি বিধানসভাজুড়ে পরিক্রমা করবে বিজেপির রথ। পাড়ি দেবে ৩২৮ কিলোমিটার পথ। বিজেপির রথযাত্রা নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। যদিও তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল জানিয়েছেন, এটি রাজনৈতিক কর্মসূচি। তাই তৃণমূলের তরফে কোনরকম বাধা দেওয়া হবে না। 'বাংলায় পরিবর্তন হবেই। বাংলা থেকে তৃণমূল যাবে, বিজেপিই আসবে', জানালেন বিজেপি নেতা অরবিন্দ মেনন (Arvind Menon)। অন্যদিকে বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে গিয়ে দেখা করলেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া দুই বিধায়ক সুনীল সিংহ (Sunil Singh) ও বিশ্বজিৎ দাস (Biswajit Das)। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করেন বনগাঁ উত্তরের বিধায়ক। দুই বিধায়কের তৃণমূলে প্রত্যাবর্তনের জল্পনা শুরু হয়েছে। 'সৌজন্য সাক্ষাৎ' বলেই দাবি করেছেন দুই বিধায়ক। উন্নয়ন নিয়ে কথা হয়েছে বলে দাবি সুনীল সিংহের।