West Bengal Elections 2021: 'Amit Shah ২০০ আসন দখলের কথা বলেছে, কিন্তু ২০০-র বেশি হবে', প্রত্যয়ী kailash vijayvargiya, সঙ্গে আরও খবর Ananda Sakal (4)- এ
Assembly Election-র প্রস্তুতিতে ময়দানে নেমে পড়ল BJP। Kolkata ও Midnapore জোন দিয়ে Organizational Meeting শুরু করে দিলেন কেন্দ্রীয় নেতারা। ঘোড়া কেনাবেচা করতেই বাইরে থেকে আনা হচ্ছে নেতাদের, কটাক্ষ TMC-র। ২১-এর নির্বাচনে বঙ্গ বিধানসভার ২৯৪ আসনের মধ্যে, ২০০ আসন দখলের টার্গেট বেঁধে দিয়ে গিয়েছেন Amit Shah। আর সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। সংগঠনকে মজবুত করতে মঙ্গলবারই রাজ্যকে ৫টি জোনে ভাগ করে, পাঁচ কেন্দ্রীয় নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে Murshidabad-এ ঘুরতে গিয়েও State Government-র বিরুদ্ধে সরব Governor Jagdeep Dhankar। রাজনীতির ওপর ভিত্তি করে কারও নিরাপত্তা তুলে দেওয়া যায় না। মন্তব্য জগদীপ ধনকড়ের। উনি টকিং ডল। BJP-র বলে দেওয়া কথা বলছেন শুধু। মন্তব্য Sovandeb Chatterjee-র।






























