Ananda Sakal (Seg 3): দেশে লাগামছাড়া করোনার পরিস্থিতিতে শুরু বুস্টার ডোজ| Bangla News
আপাতত দু’মাস ধর্মীয় এবং রাজনৈতিক জমায়েত বন্ধ রাখার পক্ষে সওয়াল করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কিন্তু, বাস্তবে রাজ্যের সর্বত্র তা কেন কার্যকর করা হচ্ছে না? সেই প্রশ্ন তুলছেন অনেকে। এনিয়ে তৃণমূলকে (TMC) কটাক্ষ করেছে বিজেপি (BJP)। তৃণমূলের পাল্টা দাবি, অভিষেকের মন্তব্য তাঁর ব্যক্তিগত।
কলকাতা ও উত্তর ২৪ পরগনার করোনা পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় কলকাতায় সাড়ে ৫ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত। একদিনে ৪ হাজার ২৯৭ জন সংক্রমিত উত্তর ২৪ পরগনায়। তুলনামূলকভাবে ভাল দক্ষিণ ২৪ পরগনার পরিস্থিতি। ডায়মন্ডহারবার লোকসভা এলাকায় করোনা বিধির কড়াকড়ি। তৎপর পুলিশ-প্রশাসন।
শুরু হল প্রিকশন বা বুস্টার ডোজ দেওয়া। সেকেন্ড ডোজ নেওয়ার ২৭৫ দিনের মাথায় নেওয়া যাবে বুস্টার ডোজ। কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, প্রথম দিন ৩ হাজার ৯৭১ জন বুস্টার ডোজ নিয়েছেন।