Ananda Sakal (Seg 3): বউবাজারে ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দাদের অন্যত্র সরে যেতে মাইকে প্রচার।Bangla News
বউবাজারের দুর্গা পিতুরি লেনে ফের ফাটল। কাল সকাল থেকে বাড়তে শুরু করে ফাটল। ২-৩ দিন ধরেই কাঁপছিল বাড়ি, দাবি স্থানীয়দের। দেওয়াল-বাড়ির মেঝে সবই কাঁপছিল। দ্রুত বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন সবাই। টানেল বোরিং মেশিন বের করার পর কি এই অবস্থা? মাটি খোঁড়া হচ্ছিল, টানা বৃষ্টিতে মাটি আলগা হয়ে এই পরিস্থিতি?প্রশ্নের উত্তর খুঁজছে মেট্রো কর্তৃপক্ষ। বাড়িছাড়া পরিবারগুলিকে অন্যত্র সরানোর ব্যবস্থা করেছে মেট্রো কর্তৃপক্ষ। পুলিশ সূত্রে খবর, এ পর্যন্ত ৭৪ জনকে সরানো হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখে বাকি বাসিন্দাদেরও সরানো হবে বলে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে। বউবাজারে দুর্গা পিতুরি লেনে পুলিশ ও দমকল। ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দাদের সাময়িকভাবে অন্যত্র সরে যাওয়ার অনুরোধ পুলিশের। এ নিয়ে মাইকে প্রচারও করা হচ্ছে।
এক স্থানীয় বাসিন্দা বলেন, কয়েকদিন ধরেই কাঁপছিল বাড়িটা। কাল বিকেল থেকে বেশি কাঁপছিল। খাট নড়ছিল। মেঝেও নড়ছিল।