Ananda Sakal (Seg 3): সুতপাকে খুনের দু’দিন আগেই বহরমপুর পৌঁছে গিয়েছিল সুশান্ত। Bangla News
শহরে ফের খুন। মা উড়ালপুলে ওঠার মুখে, পার্ক সার্কাস ময়দানের গেটের সামনে যুবককে কুপিয়ে খুনের অভিযোগ। এই ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। মৃতের শাহনওয়াজ ফরিদ। পরিবারের দাবি, কড়েয়ার বাসিন্দা বছর সাতাশের ওই যুবককে গতকাল সন্ধেয় ফোন করে ডাকে কয়েকজন পরিচিত। ৪ জন মিলে এলোপাথাড়ি কোপায় বলে অভিযোগ। গুরুতর জখম ওই যুবককে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় কোনও একজন মহিলা উপস্থিত ছিলেন। ফলে মহিলাকে নিয়ে গন্ডগোল? নাকি পুরনো শত্রুতার জেরে খুন, খতিয়ে দেখছে পুলিশ। বেনিয়াপুকুর থানার পাশাপাশি তদন্তে নেমেছে লালবাজারের গুন্ডাদমন শাখা।
সুতপাকে খুনের দু’দিন আগেই বহরমপুর পৌঁছে গিয়েছিল সুশান্ত চৌধুরী। পুলিশ সূত্রের দাবি, সুতপাকে খুনের পরিকল্পনা করেই সে এসেছিল বহরমপুরে। রেইকি করে পালানোর পথও ঠিক করে রেখেছিল সুশান্ত। খুনের পরে, তার পালানোর দৃশ্য ধরা পড়েছে ক্লোজ সার্কিট ক্যামেরায়।
সমস্ত শো
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)