Ananda Sokal: ইমেল-হোয়াটসঅ্যাপে আমাদের নামে বদনাম করছে, বাংলাকে অসম্মান করবেন না: মমতা
ABP Anaanda Live: তৃণমূলের অন্দরে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের নেতৃত্ব-কর্তৃত্ব কি আরও জোরালো হল, আরও প্রতিষ্ঠিত হল, এই প্রশ্ন ঘিরে নতুন গুঞ্জন। ২২ মার্চ লন্ডন যাচ্ছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ফিরবেন ২৯ মার্চ। তাঁর অনুপস্থিতিতে কারা দলের বিষয়টা দেখভাল করবেন তা স্পষ্ট করে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দলের ব্য়াপারটা আপনারা জানেন, সুব্রত বক্সী আছেন এবং অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় আছেন। তাঁদের সঙ্গে আরও অন্য়ান্য়রা আছেন। তাঁরা দেখে রাখবেন।
গত শনিবার মেগা ভার্চুয়াল বৈঠকের মধ্য়ে দিয়ে, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের স্বমহিমায় প্রত্য়াবর্তন ঘটেছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের। এই পরিস্থিতিতে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের এদিনের মন্তব্য় কি অভিষেকের অবস্থানকেই আরও দৃঢ় করল? রাজ্য় প্রশাসনের কাজকর্ম পরিচালনার জন্য় প্রশাসন এবং মন্ত্রীদের পৃথক টাস্কফোর্স গঠন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।






























