BJP Protest: আজ বিকেলে রামপুরহাটে SDO অফিসের সামনে অবস্থান বিক্ষোভের ডাক বিজেপির | ABP Ananda Live
ABP Ananda Live: জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি শুভেন্দু অধিকারীর। রাজ্যজুড়ে সনাতনী সমাজের ওপর নির্যাতন ও অত্যাচার চলছে, এই অভিযোগে আজ বিজেপির অবস্থান বিক্ষোভ। বিকেলে রামপুরহাটে SDO অফিসের সামনে অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছে বিজেপি। ওই অবস্থন বৈঠকে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিরোধী দলনেতা শুভন্দু অধিকারী।
একদিকে রামনমবমী ঘিরে যখন চড়ছে রাজনীতির পারদ, তখন বারুইপুরে বিজেপি ও তৃণমূলের টক্কর ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বিধানসভাও। শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে কালো পতাকা। বিজেপি বিধায়কদের ঘিরে বিক্ষোভ। বিজেপির কর্মী-সমর্থকদের লক্ষ্য করে লঙ্কার গুঁড়ো! ইট! পাথর ছোড়ার অভিযোগ করা হয়।বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, আমাদের ট্র্য়াপে ফেলা হয়েছে। ১টা থেকে ৩টে কোনও কারণ ছাড়াই তৃণমূলকে পারমিশন। তোলাবাজ অভিষেক, চোর তিনি পুলিশকে নির্দেশ দিয়ে এটা করেছেন। আমাদের ট্র্য়াপে ফেলেছেন। উদ্দেশ্য় মেরে ফেলা। ২৬-এর আগে পথের কাঁটা সরিয়ে দাও। '
বুধবার বিজেপির কর্মসূচি ঘিরে বারুইপুরে এই তুলকালামকাণ্ডের রেশে বৃহস্পতিবার এসে পড়ল বিধানসভাতেও।বাজেট অধিবেশনের শেষ দিনে বারুইপুর নিয়ে উত্তাল হয়ে উঠল বিধানসভা। ভিতরে-বাইরে তুমুল বিক্ষোভ দেখাল বিজেপি।অধিবেশনের শুরু থেকেই বিধানসভার ভিতরে শুরু হয়ে যায় গন্ডগোল। চেয়ার ছেড়ে উঠে এসে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা।






























