Ananda Sokal: দলীয় বৈঠকে ছাব্বিশের লড়াইয়ের ব্লু প্রিন্ট এঁকেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়?
ABP Ananda Live: শনিবার ভুতূড়ে ভোটারের প্রসঙ্গ ছাড়িয়ে, কার্যত ছাব্বিশের লড়াইয়ের ব্লু প্রিন্ট এঁকেছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। ফের একবার স্পষ্ট করে দিয়েছেন পারফরমেন্সই শেষ কথা। আর এরপর থেকেই সোশাল মিডিয়াজুড়ে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে নিয়ে একের পর এক পোস্ট সামনে আসছে। তৃণমূলের নবীণ প্রজন্ম যখন একথা বলছেন, তখন প্রবীনরা অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের কৃতিত্ব স্বীকার করেও বলছেন, শেষকথা মমতা বন্দ্য়োপাধ্য়ায়ই। এ নিয়ে কটাক্ষ ছুড়ে দিতে ছাড়েননি বিরোধীরা।
ফের খাস কলকাতায় অস্ত্র উদ্ধার, এবারও সেই শিয়ালদা স্টেশন!
ফের খাস কলকাতায় অস্ত্র উদ্ধার। এবারও সেই শিয়ালদা স্টেশন। ট্রেন থেকে নামতেই অস্ত্র সমেত এক ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের STF। ধৃতের নাম হাসান শেখ, সে মালদার বাসিন্দা
৬টি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড গুলি তার কাছ থেকে উদ্ধার হয়েছে। আগ্নেয়াস্ত্রগুলি বিহারে তৈরি বলে পুলিশের অনুমান। পুলিশ সূত্রে খবর, বিহারের খাগাড়িয়া থেকে সড়কপথে অস্ত্র নিয়ে আসা হয় মানসিং জেলায়। সেখান থেকে ট্রেনে করে মালদার কালিয়াচক হয়ে কলকাতায় আসছিল অস্ত্র পাচারকারী। ভোর সাড়ে ৫টার পর শিয়ালদা স্টেশনে হাটেবাজারে এক্সপ্রেস থেকে নামতেই অস্ত্র পাচারকারীকে পাকড়াও করে পুলিশ। ট্রলি ব্যাগে জামাকাপড়ের নীচে লুকিয়ে আনা হচ্ছিল আগ্নেয়াস্ত্র-গুলি।






























