Ananda Sokal: বাংলায় শিল্পায়ন নিয়ে প্রশ্ন SFI -এর, মুখ্যমন্ত্রীর বক্তৃতার মাঝেই ছন্দপতন
ABP Anana Live: অক্সফোর্ডের কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর বক্তৃতার মাঝে ছন্দপতন। আর জি কর নিয়ে মুখ্যমন্ত্রীকে একের পর এক প্রশ্ন SFI সমর্থকদের। পাল্টা, আর জি করে 'ক্রাউড ফান্ডিং' থেকে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অক্সফোর্ডের কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর বক্তৃতার সময় বিশৃঙ্খলা। বাংলায় শিল্প প্রস্তাবনা নিয়ে বলার সময় সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়া প্রসঙ্গ তোলেন SFI সমর্থকরা। কেউ চলে যায়নি,পাল্টা দাবি করে মুখ্যমন্ত্রী বলেন, দয়া করে এখানে রাজনীতি করবেন না। রাজনীতি করতে হলে রাজ্যে গিয়ে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই শক্তিশালী করুন। লন্ডনে থাকা নিজেদের অসভ্য লোকগুলোকে দিয়ে এসব করিয়ে কি সিপিএম শূন্য থেকে এক হবে? বিশ্বমঞ্চেও ধিকৃত হল সিপিএম। কফিনে শেষ পেরেক পড়ে গেল। সরব দেবাংশু। লন্ডনে গিয়ে আর জি কর কাণ্ডে প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রী। বিচারাধীন বিষয়, কেন্দ্র দেখছে। আন্দোলনের নামে ক্রাউড ফান্ডিং। পাল্টা সরব মমতা বন্দ্যোপাধ্যায়।






























